boAt Airdopes 800: দীর্ঘ ব্যাটারি লাইফ সস্তায় নতুন ইয়ারবাড লঞ্চ করল বোট

স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt তাদের জনপ্রিয় এয়ারডপস সিরিজে যুক্ত করল নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম boAt Airdopes 800। নতুন এই…

স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt তাদের জনপ্রিয় এয়ারডপস সিরিজে যুক্ত করল নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম boAt Airdopes 800। নতুন এই ইয়ারবাড ডলবি অ্যাটমস টেকনোলজি দ্বারা চালিত। তাছাড়া এতে রয়েছে ইএনএক্স টেকনোলজি সাপোর্ট, 50 এমএস লো ল্যাটেন্সি মোড এবং কোয়াড মাইক সেটআপ। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes 800 ইয়ারবাডের দাম ও ফিচার।

boAt Airdopes 800-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Airdopes 800 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 1,799 টাকা। আগামী 17 মে থেকে এটি বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। আগ্রহী ক্রেতারা এটি পাবেন ইন্টারস্টেলার ব্লু, ইন্টারস্টেলার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রিন এবং ইন্টারস্টেলার ব্ল্যাক কালার অপশনে।

boAt Airdopes 800-এর স্পেসিফিকেশন ও ফিচার

নয়া boAt Airdopes 800 ইয়ারবাড প্রসঙ্গে বলতে গেলে, প্রথমেই বলতে হবে এতে ডলবি অ্যাটমস টেকনোলজি সাপোর্ট করবে। আর সাশ্রয়ী মূল্যে আসলেও এই ইয়ারফোনে ডলবি টেকনোলজি সাপোর্ট করবে। ইয়ারফোনটি ইন-ইয়ার ডিজাইনে এসেছে, এতে রয়েছে 10 এমএম টাইটেনিয়াম ড্রাইভার, যাতে বোট সিগনেচার সাউন্ড টেকনোলজি সাপোর্ট করবে।

বোটের এই ইয়ারবাডে ব্লুটুথ 5.3 সাপোর্ট করবে। এটি 50 এমএস লো ল্যাটেন্সি যুক্ত বিস্ট মোড সাপোর্ট সহ এসেছে। আর স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে রয়েছে ইএনএক্স টেকনোলজি। আবার এই হেয়ারেবলে কোয়াড মাইক সেটআপ বর্তমান।

এবার আসা যাক boAt Airdopes 800 ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে যে ব্যাটারি দেওয়া হয়েছে তা ৪০ ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাকটাইম অফার করতে সক্ষম। এই ইয়ারফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো বোট হেয়ারেবল অ্যাপ সাপোর্ট, অ্যাডাপটিভ ইকুইলাইজার মোড, মাল্টি পয়েন্ট কানেকশন এবং টাচ কন্ট্রোল।