কম দামে boAt Rockerz 255 Max নেকব্যান্ড ইয়ারফোন বাজারে হাজির, রয়েছে দুর্দান্ত ফিচার্স

boAt Rockerz 255 Max নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,১৯৯ টাকা

ভারতীয় বাজারে পা রাখল স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt ব্র্যান্ডের Rockerz সিরিজের অন্তর্গত নতুন নেকব্যান্ড স্টাইলের ব্লুটুথ ইয়ারফোন, যার নাম boAt Rockerz 255 Max। এতে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ৬০ এমএস লো ল্যাটেন্সি সরবরাহকারী বিস্ট মোড, ইএনএক্স টেকনোলজি ও ম্যাগনেটিক ইয়ারবাড। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Rockerz 255 Max ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Rockerz 255 Max ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারের বোট রকার্স ২৫৫ ম্যাক্স নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,১৯৯ টাকা। মাভেরিক মেরুন, স্পেস ব্লু এবং স্টানিং ব্ল্যাক, এই তিনটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের ইয়ারফোনটি। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই ইয়ারফোন।

boAt Rockerz 255 Max ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলা হয়েছে নবাগত বোট রকার্স ২৫৫ ম্যাক্স ব্লুটুথ ইয়ারফোনটি নেকব্যান্ড স্টাইলে এসেছে। আর এর টেক্সচার ফিনিশের নেক ব্যান্ডে রয়েছে একাধিক ফাংশনাল বাটন। এছাড়া এর ইয়ারবাডগুলি ম্যাগনেটিক হওয়ার জন্য, অব্যবহৃত অবস্থায় একটির সাথে আরেকটি জড়িয়ে যাবে না।

অন্যদিকে, ইয়ারফোনটির অডিও নিয়ে কথা বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার। শুধু তাই নয়, স্বচ্ছ কলিং এক্সপিরিয়েন্স প্রদান করার জন্য ইয়ারফোনটিতে ইএনএক্স টেকনোলজি উপলব্ধ। পাশাপাশি ডিপ বেস সরবরাহের জন্য থাকছে সংস্থার নিজস্ব সিগনেচার সাউন্ড। আবার আলোচ্য ইয়ারফোনে সিগনেচার, ব্যালেন্স এবং পপ ইকুইলাইজার মোড বর্তমান। শুধু তাই নয়। এর বিস্ট মোড ব্যবহার করলে ইউজার ৬০ এমএস অডিও ল্যাটেন্সি কমাতে পারবেন। উপরন্তু হেয়ারেবলটিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট এবং একই সাথে একে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে ।

এবার আসা যাক boAt Rockerz 255 Max ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ ঘন্টা পর্যন্ত ইয়ারফোনটিকে সক্রিয় রাখবে। আবার ইউএসবি সি পোর্টের মাধ্যমে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এর ব্যাটারি ১০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য নেকব্যান্ড ইয়ারফোনটি IPX5 রেটিং সহ এসেছে।