নেটফ্লিক্সের সাথে হাত মিলিয়ে কম দামে boAt আনল Rockerz 333 Pro, Nirvana 751 ও Airdopes 411 ANC ইয়ারফোন

আমেরিকান ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix -এর সঙ্গে যৌথ উদ্যোগে দেশীয় সংস্থা boAt ভারতীয় বাজারে কয়েকটি লিমিটেড এডিশন অডিও ডিভাইস লঞ্চ করল। এর মধ্যে রয়েছে boAt Rockerz 333 Pro, Nirvana 751 ANC এবং Airdopes 411 ANC। সংস্থাটি দাবী করেছে, বিশ্বে প্রথম নেটফ্লিক্স কোনও অডিও প্রোডাক্ট ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধলো। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Rockerz 333 Pro, Nirvana 751 ANC এবং Airdopes 411 ANC অডিও ডিভাইসগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Rockerz 333 Pro, Nirvana 751 ANC এবং Airdopes 411 ANC এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট রকার্স ৩৩৩ প্রো, নির্ভানা ৭৫১ এএনসি এবং এয়ারডপস ৪১১ এএনসি ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১,২৯৯ টাকা, ২,৫৯৯ টাকা এবং ৩,৩৯৯ টাকা। আগামী ২০ ডিসেম্বর থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রাতে শুরু হবে ইয়ারফোনগুলির বিক্রি।

boAt Rockerz 333 Pro, Nirvana 751 ANC এবং Airdopes 411 ANC এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোট রকার্স ৩৩৩ প্রো ইয়ারফোনটি নেকব্যান্ড স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন। আবার নির্ভানা ৭৫১ এএনসি ইয়ারফোনটি ওয়্যারলেস ওভার ইয়ার হেডফোন ডিজাইনে এসেছে। পাশাপাশি এয়ারডপস ৪১১ এএনসি ইয়ারফোনটি একটি ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড। তাছাড়া এই তিনটি ইয়ারফোনেই থাকছে নেটফ্লিক্সের লোগো এবং তিনটি ইয়ারফোনই মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

এর মধ্যে বোট রকার্স ৩৩৩ প্রো ইয়ারফোনটিকে কানে শক্তভাবে আটকে রাখার জন্য এর ম্যাগনেটিক ইয়ারবাডের চারপাশে সার্ক ফিন ডিজাইন বর্তমান। তাছাড়া এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার এবং ইয়ারফোনটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য অডিও ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ১৫০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৬০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে boAt Rockerz 333 Pro ইয়ারফোন ২০ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।

অন্যদিকে নির্ভানা ৭৫১ এএনসি ইয়ারফোনটিতে থাকছে হাইব্রিড নয়েজ ক্যান্সলেশন ফিচার। এছাড়া এটি ৩০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াবে এবং ইয়ারফোনটিতে অ্যাম্বিয়েন্ট মোড উপলব্ধ। শুধু তাই নয়, এতে ব্যবহৃত হয়েছে ৪০ এমএম ড্রাইভার। সংস্থার মতে, একবার চার্জে Nirvana 751 ANC ইয়ারফোনটির ব্যাটারি ৬৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার এএনসি ফিচার বন্ধ চালু থাকলে এটি ৫৫ ঘণ্টা পর্যন্ত চলবে। তাছাড়া টাইপ সি পোর্টের মাধ্যমে হেয়ারেবলটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

নতুন এয়ারডপস ৪১১ এএনসি ইয়ারফোনটি জলপ্রতিরোধী IPX4রেটিং প্রাপ্ত। তাছাড়া এতে রয়েছে ১০ এমএম ড্রাইভার এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। এমনকি ইয়ারফোনটির এএনএক্স টেকনোলজি কল চলাকালীন স্বচ্ছ কোয়ালিটি অডিও সরবরাহ করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য Airdopes 411 ANC ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৩৭ এমএইচ ব্যাটারি, যা ১৭.৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই ইয়ারফোনটিও ইউএসবি সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।