Huawei Watch D: স্মার্টওয়াচ দিয়েই মেপে নিন নিজের ব্লাড প্রেশার

বহুদিন ধরেই স্মার্টওয়াচের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছে চিনা টেক জায়ান্ট Huawei। চলতি সপ্তাহে সংস্থাটি তাদের ওয়্যারেবল ডিভাইসের ডেভলপমেন্ট এবং টেস্টিংয়ের জন্য একটি বৃহদাকার ল্যাবের দ্বারোদ্ঘাটন করেছে। যারপরই, এক টিপস্টারের মাধ্যমে সংস্থার নতুন স্মার্টওয়াচ সম্পর্কিত তথ্য সামনে এল। টিপস্টার জানিয়েছেন, সম্ভবত আগামী মাসেই সংস্থার নতুন স্মার্টওয়াচ Huawei Watch D লঞ্চ হতে চলেছে, যেখানে মুখ্য ফিচার হিসেবে থাকবে ব্লাড প্রেসার মনিটরিংয়ে সুবিধা।

সেক্ষেত্রে মানব দেহের রক্তচাপ নিরীক্ষণে Huawei Watch D একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। যদিও এর আগেও বেশ কয়েকটি স্মার্টওয়াচে ব্লাড প্রেসার মনিটরিং ফিচার দেখা গেছে। কিন্তু ওই ওয়্যারেবলগুলি ঠিক কতটা সঠিকভাবে ব্লাড প্রেসার নিরীক্ষণ করে সে নিয়ে সন্দেহ থেকে গেছে। তবে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি হুয়াইয়ে তাদের ওয়্যারেবল ডিভাইসের জন্যে একটি সার্টিফিকেশন পেয়েছে, যা প্রমাণ করে এই সংস্থার নতুন স্মার্টওয়াচটি সঠিকভাবে রক্তচাপ নিরীক্ষণে সক্ষম।

চীনের মাইক্রো ব্লগিং সাইট, উইবোতে (Weibo) তে ইতিমধ্যেই হুয়াওয়ে ওয়াচ ডি স্মার্টওয়াচটির কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, হুয়াওয়ের পুরনো স্মার্টওয়াচগুলির সঙ্গে নতুন এই ওয়াচটির ডিজাইনে সামান্য মিল রয়েছে। এতে আয়তক্ষেত্রাকার ডিসপ্লে থাকবে এবং ডান দিকে দেখা যাবে দুটি বোতাম।

তবে নিজের দেশের বাইরে ওয়াচ ডি-এর জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন পাওয়ার ক্ষেত্রে চিনা সংস্থাটি কতটা অগ্রগতি করেছে তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি Huawei Watch D-এর দামের বিস্তারিত তথ্যও এখনও অজানা। তদুপরি, ফাঁস হওয়া তথ্য সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।