৬০ ঘন্টা চলবে, ১২০০ টাকার কমে লঞ্চ হল Boult Audio Airbass Z40 ইয়ারফোন

ভারতে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজার ধরার লক্ষ্যে দেশীয় সংস্থা Boult Audio নিয়ে আসলো তাদের নতুন ইয়ারফোন, যার নাম Boult Audio Airbass Z40। এটি Z35 ইয়ারফোনের উত্তরসূরী। এতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন মোড ছাড়াও গেমিংয়ের জন্য লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। সঙ্গে এটি গুগল ও সিরি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, ফুল চার্জে ইয়ারফোনটি ৬০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Audio Airbass Z40 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Audio Airbass Z40 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট অডিও এয়ারবেস জেড ৪০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,১৯৯ টাকা। ব্লু, ব্রাউন এবং হোয়াইট, এই তিনটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন পছন্দের ইয়ারফোনটি। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

Boult Audio Airbass Z40 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত বোল্ট অডিও এয়ারবেস জেড ৪০ ইয়ারফোনটি সিলিকন ইয়ারটিপ এবং স্টেমের সাথে ইন-ইয়ার ডিজাইন সহ এসেছে। তাছাড়া এর অভিনব ডিজাইনের চার্জিং কেসটি গ্লস এবং ম্যাট ফিনিশ ডুয়াল টোনের। এর ওপরে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর। তাছাড়া স্পর্শ করে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

অন্যদিকে ডিপ মিউজিক এবং বেস সরবরাহের জন্য এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১০এমএম ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে এএনসি মোড সাপোর্ট করবে। আবার গেমিংয়ের জন্য এতে লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। সেই সঙ্গে ইয়ারফোনটিতে রয়েছে ইকুইলাইজার মোড, মনোপড ফিচার এবং এতে গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

তদুপরি সিমলেস কানেকশনের জন্য Boult Audio Airbass Z40 ইয়ারফোনে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.২। সংস্থার মতে, ফুল চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার ইউএসবি সি পোর্টের মাধ্যমে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।