GoSurround 950: ঘরকে বানান থিয়েটার, ২৫ হাজার টাকার সাউন্ডবার মাত্র ৯ হাজার টাকায়

ভারতীয় বাজারে Govo GoSurround 950 সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা

Govo ভারতে লঞ্চ করল GoSurround 950 নামের একটা সাউন্ডবার। এটি স্বচ্ছ এবং ডিপ বেস যুক্ত সাউন্ড সরবরাহ করবে। আর স্লিক ডিজাইনের এই সাউন্ডবারটি ৩০ ফুট দূরত্ব পর্যন্ত কানেক্টিভিটি এবং ২৬০ ওয়াট আউটপুট সরবরাহ করতে সক্ষম। চলুন Govo GoSurround 950 সাউন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Govo GoSurround 950 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Govo GoSurround 950 সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি বিশেষ অফারে ই কমার্স সাইট অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়ারেন্টি। এটি ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Govo GoSurround 950 -এর স্পেসিফিকেশন ও ফিচার

গ্লসি প্রিমিয়াম ফিনিশ সহ আসা GoSurround 950 সাউন্ডবারটি স্লিক ডিজাইন অফার করবে। নেভিগেশনের জন্য এতে রয়েছে এলইডি ডিসপ্লে। চাইলে সাউন্ডবারটিকে সহজেই দেওয়ালে ঝুলিয়ে রাখা যাবে। এর জন্য ডিভাইসটির সাথে দেওয়া হয়েছে ওয়াল মাউন্ট কিট। এছাড়া এতে ৫.১ চ্যানেল থাকার দরুন এটি থিয়েটারের মতো এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। কোম্পানির তরফে বলা হয়েছে, অডিও ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি সাব-উফার এবং ডিএসপি চিপসেট উপলব্ধ।

অন্যদিকে এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে এইচডিএমআই, এইউএক্স, ইউএসবি এবং ওপিটি পোর্ট। GoSurround 950 সাউন্ডবারের সাথে দেওয়া হচ্ছে একটি স্লিক রিমোট। যার মাধ্যমে সাউন্ডবারটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রিমোটে রয়েছে চারটি ইকুইলাইজার মোড। এগুলি হল- মুভি, নিউজ, মিউজিক, থ্রিডি। ব্যবহারকারী তার পছন্দমত ইকিউলাইজার সেট করে নিতে পারবেন। সেই সঙ্গে এর ইন্টিগ্রেটেড বাটনের মাধ্যমে খুব সহজেই অডিও ডিভাইসটিকে তার নিকটবর্তী ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।