বাজেটের মধ্যে ইয়ারবাড ও স্মার্টওয়াচ খোঁজ করছেন? Hammer আনল চার-চারটি সস্তা ইয়ারফোন ও স্মার্ট ঘড়ি

Hammer Airflow Plus, Hammer Ko Mini ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা

Hammer ভারতে লঞ্চ করল একাধিক নতুন স্মার্ট ডিভাইস। এর মধ্যে রয়েছে Hammer Airflow Plus, Hammer Ko Mini, Hammer G Shots ইয়ারবাড এবং Hammer Pulse X স্মার্টওয়াচ। টেকপ্রেমীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা নতুন এই ইয়ারফোনগুলি মনোরম অডিও এক্সপিরিয়েন্স অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। অন্যদিকে, সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। শুধু তাই নয়, ঘড়িটিতে ব্লুটুথ কলিং ফিচারের সাথে ইন অ্যাপ জিপিএস উপলব্ধ। চলুন নতুন Hammer Airflow Plus, Hammer Ko Mini, Hammer G Shots ইয়ারবাড এবং Hammer Pulse X স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Hammer Airflow Plus, Ko Mini, G Shots এবং Hammer Pulse X -এর দাম ও লভ্যতা

Hammer Airflow Plus, Hammer Ko Mini ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। পাশাপাশি Hammer G Shots ইয়ারবাডের দাম থাকছে ১,৭৯৯ টাকা। অন্যদিকে Hammer Pulse X স্মার্টওয়াচ ১,৬৯৯ টাকায় খরিদ করতে পারবেন।

Hammer Airflow Plus -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Hammer Airflow Plus নয়েজ আইসোলেশন এবং স্মার্ট টাচ কন্ট্রোল সাপোর্ট সহ এসেছে। তাছাড়া এতে রয়েছে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি ও ১৩ এমএম ডাইনামিক ড্রাইভার। সেই সঙ্গে এই ইয়ারফোনে গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ২৩ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।

Hammer Ko Mini -এর স্পেসিফিকেশন ও ফিচার

Hammer Ko Mini ইয়ারবাড হালকা ওজন এবং কম্প্যাক্ট ডিজাইনে এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। শুধু তাই নয়, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX4 রেটিং প্রাপ্ত।

Hammer G Shots-এর স্পেসিফিকেশন ও ফিচার

Hammer G Shots ইয়ারবাডে থাকছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, লো লাইটনিং এবং ৫০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি। আর এতে গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ২২ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। সবশেষে জানিয়ে রাখি, জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।

Hammer Pulse X -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Hammer Pulse X স্মার্টওয়াচটি ১.৮৩ ইঞ্চি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এসেছে। যার ধারে রয়েছে হালকা বেজেল এবং এটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া ঘড়িটিতে স্টেপ ট্র্যাকার, ক্যালোরি কাউন্টার, হার্ট রেট মনিটর উপলব্ধ। শুধু তাই নয়, ঘড়িটিতে ইন অ্যাপ জিপিএস বর্তমান। যার মাধ্যমে ব্যবহারকারীর রুট ট্র্যাক করা সম্ভব। অন্যদিকে নতুন এই ওয়্যারেবল আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এর ব্যাটারি ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু ঘড়িটি ৫০টিরও বেশি স্পোর্টস মোড এবং একাধিক ওয়াচফেস সাপোর্ট সহ এসেছে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IPX7 রেটিং।