ডিপ বেস ও ২০ ঘন্টা ব্যাটারি লাইফ সহ নতুন ইয়ারফোন আনল Hearmo

দেশীয় সংস্থা Hearmo এবার লঞ্চ করল তাদের প্রিমিয়াম গেমিং ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম HearPods Air। এরগণমিক ডিজাইনের নতুন এই ইয়ারফোনে রয়েছে বড় আকারের ডাইনামিক ড্রাইভার, লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি এবং ইএনসি ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন HearPods Air ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Hearmo HearPods Air ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে হেয়ারমো হেয়ারপডস এয়ার ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। যদিও প্রারম্ভিক অফার এটি পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়। আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও জনপ্রিয় রিটেল স্টোর থেকে ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে কিনে নিতে পারবেন নতুন এই ইয়ারফোনটি। তাছাড়া এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

Hearmo HearPods Air ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন হেয়ারমো হেয়ারপডস এয়ার ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে ইনস্ট্যান্ট পেয়ারিং সাপোর্ট করবে। তাই চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে এটি নিকটবর্তী ফোনের সাথে যুক্ত হয়ে যাবে। এমনকি ইয়ারফোনটিতে রয়েছে ১৩ এমএম ডাইনামিক ড্রাইভার এবং লো ল্যাটেন্সি যুক্ত গেমিং মোড।

আগেই বলা হয়েছে, নতুন ইয়ারফোনটি এরগণমিকাল এবং স্নাগফিট ডিজাইনের সাথে এসেছে। এর সেনসিটিভ ইয়ারবাডের স্টেম স্পর্শ করে মিউজিক কন্ট্রোল, ভলিউম নিয়ন্ত্রণ, ভয়েস ও ভিডিও কলের উত্তর দেওয়া সম্ভব। তাছাড়া এর কোয়াড ইন্টারনাল মাইক্রোফোনে রয়েছে এএনসি টেকনোলজি, যা বাইরের অবাঞ্চিত আওয়াজ এড়িয়ে মনোরম লিসনিং এক্সপেরিয়েন্স প্রদান করবে।

এবার আসা যাক HearPods Air ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে হেয়ারেবলটি ৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তবে চার্জিং কেস সমেত এটি ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র পাঁচ মিনিট চার্জে অডিও ডিভাইসটি ৪০ মিনিট ব্যবহারযোগ্য। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য হালকা ওজনের এই ইয়ারফোনটি IPX4 রেটিং সহ এসেছে।