কোলাহলেও কথা বলতে বা গান শুনতে সমস্যা হবে না, Honor Earbuds 3i বাজারে এল

Honor কয়েকদিন আগেই Honor 80 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। পাশাপাশি সংস্থাটি নিয়ে এসেছে একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Honor Earbuds 3i। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এনভারমেন্টাল নয়েস ক্যান্সেলিং ফিচার উপস্থিত। সাথে থাকছে বিশেষ অ্যামবিয়েন্ট মোড। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে অডিও ডিভাইসটি ৩২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Earbuds 3i ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Honor Earbuds 3i ইয়ারফোনের দাম ও লভ্যতা

চীনের বাজারে অনর ইয়ারবাডস ৩আই ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৪৪৯ ইউয়ান ( প্রায় ৫,১১৩ টাকা )। এটি কেবলমাত্র আইসল্যান্ডিক হোয়াইট কালারে পাওয়া যাবে। আগামী ২ ডিসেম্বর থেকে এর বিক্রি শুরু হবে, তবে ইতিমধ্যেই ইয়ারফোনটি ফ্রি অডার্রের জন্য উপলব্ধ।

Honor Earbuds 3i ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত অনর ইয়ারবাডস ৩আই ইয়ারফোন ইন ইয়ার ডিজাইন সহ এসেছে। তাছাড়া এতে রয়েছে ১০ এমএন ড্রাইভার এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। এমনকি ইয়ারফোনটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা ৩২ ডেসিবল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। শুধু তাই নয়, নতুন এই ইয়ারফোনে অ্যাম্বিয়েন্ট মোড উপলব্ধ।

অন্যদিকে, এর প্রত্যেকটি ইয়ারবাডের ওজন মাত্র ৫.৫ গ্রাম এবং ইয়ারবাডগুলিতে দেওয়া হয়েছে ৫৫ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে ১০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। তবে এএনসি ফিচার চালু থাকলে এটি সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।

সংস্থাটি দাবি করেছে, Honor Earbuds 3i ইয়ারফোনের চার্জিং কেসের ৪১০ এমএএইচ ব্যাটারি ইয়ারফোনটিকে ৩২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তবে সেক্ষেত্রে এএনসি ফিচার বন্ধ রাখতে হবে। আবার এএনসি ফিচার চালু থাকলে এটি ২৪ ঘন্টা পর্যন্ত চলবে। এছাড়া হেয়ারেবলটিতে টাচ ডিটেকশন, গেসচার কন্ট্রোল, গেম খেলার সময় ব্যবহারের জন্য লো ল্যাটেন্সি মোড ইত্যাদি ফিচার বর্তমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *