সস্তায় 42 ঘন্টা চলা ইয়ারবাড আনল iQOO, রয়েছে এআই নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট

আজ ভারতে লঞ্চ হল iQOO TWS 1e ইয়ারবাড। iQOO Z9s সিরিজের স্মার্টফোনের সাথে এটি এদেশে পা রেখেছে। আর iQOO TWS 1e হল ভারতে সংস্থার প্রথম…

Iqoo Tws 1E Earbuds Launched In India With Anc 42 Hours Battery Life

আজ ভারতে লঞ্চ হল iQOO TWS 1e ইয়ারবাড। iQOO Z9s সিরিজের স্মার্টফোনের সাথে এটি এদেশে পা রেখেছে। আর iQOO TWS 1e হল ভারতে সংস্থার প্রথম ইয়ারবাড। এটি আরামদায়ক ফিট দিতে ইন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে এবং আশেপাশের শব্দ দূর করতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ফিচার অফার করে। আর জল ও ধুলো প্রতিরোধী IP54 রেটিং রয়েছে এই ইয়ারবাডে। সংস্থার দাবি, ফুল চার্জে এটি 42 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে।

iQOO TWS 1e এর দাম

ভারতে iQOO TWS 1e ইয়ারবাডের দাম রাখা হয়েছে 1,899 টাকা। 23 আগস্ট থেকে সংস্থার অফিসিয়াল সাইট এবং অ্যামাজন ইন্ডিয়ায় এটি পাওয়া যাবে। ইয়ারবাডটি শুধুমাত্র ফ্লেম ইয়েলো কালার অপশনে লঞ্চ হয়েছে। উল্লেখ্য, এটি Vivo TWS 3e ইয়ারবাডের রিব্র্যান্ডের ভার্সন, যার দামও 1,899 টাকা।

iQOO TWS 1e এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO TWS 1e ইয়ারবাড ইন-ইয়ার ডিজাইন সহ এসেছে এবং এতে 11 মিমি ড্রাইভার দেওয়া হয়েছে যা ভিভোর ইন-হাউস গোল্ডেন ইয়ার অ্যাকোস্টিকস ল্যাব দ্বারা টিউন করা হয়েছে। এতে পাওয়া যাবে এআই ভিত্তিক এএনসি (অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন) সাপোর্ট, যা আশেপাশের নয়েজ ৩০ ডেসিবল পর্যন্ত কমিয়ে দেবে। আইকিউ ইয়ারবাডে ট্রান্সপারেন্ট মোডও আছে, যা ব্যবহারকারীদের এক চাপে আশেপাশের শব্দ শুনতে দেয়।

গেমিংয়ের জন্য, iQoo TWS 1e ইয়ারবাডে 88ms পর্যন্ত লো লেটেন্সি সাপোর্ট করে এবং এটি ডিপএক্স 3.0 স্টেরিও এবং মনস্টার সাউন্ড এফেক্ট অফার করে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকার জন্য এটি IP54 রেটিং প্রাপ্ত। এটি ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি ফিচার সহ এসেছে, ফলে একে একই সাথে দুটি ডিভাইসের সাথে যুক্ত করা যাবে।

iQOO TWS 1e ইয়ারবাডে রয়েছে টাচ কন্ট্রোল এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি। অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট, হ্যান্ডস-ফ্রি গুগল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল এবং ফাইন্ড মাই ইয়ারবাড।

ফুল চার্জে ৪২ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে

ব্যাটারি লাইফ বললে, সংস্থাটি দাবি করেছে যে নয়েজ ক্যান্সেলেশন বন্ধ থাকলে এটি চার্জিং কেস সহ 42 ঘন্টা পর্যন্ত প্লেটাইম দেবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা মাত্র 10 মিনিটের চার্জিংয়ে তিন ঘন্টা পর্যন্ত প্লেটাইম অফার করে।