আগামী সপ্তাহে আসছে Realme GT Neo 3, Realme Narzo 50A Prime, Oppo K10, Nothing স্মার্টফোন

আগামী সপ্তাহেই চারটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে। এগুলির মধ্যে Realme GT Neo 3, Realme Narzo 50A Prime আপকামিং স্মার্টফোন দুটি রিয়েলমি ভিন্ন দুটি বাজারে লঞ্চ করবে। অন্যদিকে বাকি দুই হ্যান্ডসেটের মধ্যে একটি হবে নতুন Oppo K10 এবং অপরটি বাজারে আনবে নাথিং (Nothing)। বলাই বাহুল্য, এই চারটি ভিন্ন মডেলের মধ্যে আকর্ষণের কেন্দ্রে রয়েছে নাথিংয়ের ফোনটি, কেননা এই ফোনটির হাত ধরেই ইংল্যান্ডের ইলেকট্রনিক্স সংস্থাটি স্মার্টফোনের বাজারে পা রাখবে। তবে নাথিং তাদের এই ডিভাইসটি সম্পর্কে এখনও কিছুই প্রকাশ করেনি, ফলে এটিকে নিয়ে স্মার্টফোন অনুরাগীদের কৌতুহল তুঙ্গে রয়েছে। আসুন তাহলে আসন্ন চারটি ফোনের লঞ্চের আগে এই এগুলির সম্পর্ক এখনো পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তা দেখে নেওয়া যায়।

রিয়েলমি জিটি নিও ৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme GT Neo 3 Expected Specifications)

আগামী ২২ মার্চ রিয়েলমি জিটি নিও ৩ ফোনটি লঞ্চ হতে চলেছে। এই হ্যান্ডসেটটি একটি ‘ফ্যাশনেবল গেমিং স্মার্টফোন’ হিসেবে বাজারজাত করা হবে। লঞ্চ ইভেন্টটি দুপুর ২টো সিএসটি-এ শুরু হবে এবং মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) সহ অন্যান্য চীনা ভিডিও প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিম করা হবে।

Realme GT NEO3- এ ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এই রিয়েলমি হ্যান্ডসেটে এলপিডিডিআর৫ র‍্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি ৫০ মেগাপিক্সেল (ওয়াইড, সনি আইএমএক্স৭৬৬) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) ক্যামেরা সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে। এর সাথে ডিভাইসের সামনে উপস্থিত থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া, Realme GT Neo 3 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করবে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme Narzo 50A Prime Expected Specifications)

রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম ফোনটি আগামী ২২ মার্চ ইন্দোনেশিয়ায় উন্মোচন করা হবে। এটি রিয়েলমি নার্জো ৫০ এবং রিয়েলমি জিটি ২ প্রো-এর পাশাপাশি লঞ্চ করা হবে। লঞ্চ ইভেন্টটি ব্র্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুপুর ২ টো (ওয়েস্টার্ন ইন্দোনেশিয়ান টাইম) থেকে লাইভ-স্ট্রিম করা হবে।

Realme Narzo 50A Prime ফোনটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিউড্রপ নচ ডিসপ্লে সহ আসবে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে ব্যবহার করা হবে ইউনিসক টি৬১২ (UNISOC T612) চিপসেট। এই হ্যান্ডসেটে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটি ফ্ল্যাট ফ্রেম থাকবে এবং এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo 50A Prime- এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনে রান করবে।

ওপ্পো কে১০ এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo K10 Expected Specifications)

ওপ্পো আগামী ২৩ মার্চ ভারতে ওপ্পো কে১০ ফোনটির ওপর থেকে পর্দা সরাবে। লঞ্চ ইভেন্টটি ভারতীয় সময়ে ১২ টায় শুরু হবে। হ্যান্ডসেটটি ২৯ মার্চ থেকে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে।

চীনা সংস্থাটি অফিশিয়ালি Oppo K10-এর কিছু ফিচার প্রকাশ করেছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই ওপ্পো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। এর পাশাপাশি এই ফোনটি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। Oppo K সিরিজের এই ফোনটি গ্লো ডিজাইনের সাথে একটি ডুয়াল-টোন (ম্যাট, গ্লোয়িং) ফিনিশ সহ আসবে।

নাথিং ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Nothing Expected Specifications)

ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই (Carl Pei)-এর কনজিউমার টেক স্টার্টআপ নাথিং আগামী ২৩ মার্চ ‘Nothing: The Truth’ নামে একটি কনফারেন্সের আয়োজন করেছে। এটি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২ টো জিএমটি থেকে লাইভ-স্ট্রিম করা হবে। এই ইভেন্টে নাথিং তাদের প্রথম স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হতে পারে।