TWS: বাজারে এল প্রিমিয়াম সনিক ইয়ারবাডস, মাত্র ৫০০ ভাগ্যবান কিনতে পরবে গোল্ড এডিশন

সম্প্রতি ভারতে একটি প্রিমিয়াম সনিক (Sonique) ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Just Corseca। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, এই প্রিমিয়াম ইয়ারবাডস একক চার্জে ৫ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ অডিও প্লেব্যাক অফার করতে সক্ষম। নবাগত এই ডিভাইসে ৩০০ এমএএইচ ব্যাটারি সহ আরও একাধিক কার্যকর ফিচার মজুত রয়েছে। এছাড়া রয়েছে এর একটি গোল্ড এডিশন, যা অল্প কিছুজন কেনার সুযোগ পাবে।চলুন, নয়া ইয়ারবাডসটির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

শুধুমাত্র ৫০০ জন লোক Just Corseca Sonique TWS earbuds-এর লিমিটেড গোল্ড এডিশনটি কিনতে পারবেন

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে জাস্ট কর্সেকা সনিক টিডব্লিউএস ইয়ারবাডসের দাম ৪,৯৯৯ টাকা। এই ইয়ারবাডসগুলি ব্ল্যাক, ব্লু এবং লিমিটেড গোল্ড এডিশনে মার্কেটে উপলব্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, শুধুমাত্র সর্বপ্রথম ৫০০ জন গ্রাহকই লিমিটেড গোল্ড এডিশনটি কেনার সুযোগ পাবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) এবং সংস্থার অনুমোদিত রিটেইল স্টোর থেকে জাস্ট কর্সেকার সনিক ইয়ারবাডস কিনতে পারবেন গ্রাহকরা।

নজরকাড়া ডিজাইন সহ আসা Just Corseca Sonique TWS earbuds-এ মজুত রয়েছে একগুচ্ছ কার্যকর ফিচার

সংস্থার তরফে জানা গিয়েছে যে, অর্গ্যানিক গ্লাস এবং কিছু প্রিমিয়াম অ্যালয় মেটালকে একত্রিত করে জাস্ট কর্সেকা সনিক ইয়ারবাডস তৈরি করা হয়েছে। এই ইলেকট্রনিক ডিভাইসটির পাশাপাশি এটির কেস তৈরিতেও জিঙ্ক অ্যালয় ইউনিবডি ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, কেস সহ এই ইয়ারবাড ২২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। ইউজাররা যাতে বাডগুলি খুব সহজেই কানে ঢোকাতে পারেন, তার জন্য ডিভাইসটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। টাচ-সেনসিটিভ বাটন সহ আসা এই ইয়ারবাডস-এ ট্র্যাক চেঞ্জ, ভলিউম অ্যাডজাস্টমেন্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেশন, কল অনারিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফাংশনগুলি সাপোর্ট করে।

মাত্র ৯০ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি

সংস্থাটি আরও জানিয়েছে যে, উভয় ইয়ারবাডেই ১০ মিমি ট্রাম্পেট ড্রাইভার রয়েছে এবং কেসটি একটি ইউএসবি-সি চার্জিং পোর্ট সহ এসেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা ৯০ মিনিটের মধ্যে ডিভাইসটির ব্যাটারি ফুল চার্জ করতে পারবেন। এছাড়া, প্রতিটি ইয়ারবাডে জেএল৬৯৭৩ (JL6973) অডিও চিপসেট রয়েছে, যা দুর্দান্ত অডিও আউটপুট অফার করে। আবার, ইয়ারবাডসগুলিতে মজুত থাকা ডুয়াল মাইক্রোফোনের সাহায্যে ইউজাররা প্রতিটি কল স্পষ্টভাবে শুনতে পারবেন, এবং কল চলাকালীন বাহ্যিক কোনো শব্দ ব্যবহারকারীদের কানে গিয়ে পৌঁছোবে না।