Orxa Mantis: এক চার্জে 221 কিমি ছুটবে! তাক লাগানো ইলেকট্রিক বাইক এল বাজারে

দূষণের চোখ রাঙানির যোগ্য জবাব দিতে ভারতের ইলেকট্রিক টু হুইলারের বাজারে একের পর এক নতুন মডেল হাজির করে চলেছে ছোট বড় নানান কোম্পানি। যার মধ্যে ইলেকট্রিক স্কুটারের আধিক্য দেখা যায়। কিন্তু ক্রেতাদের চাহিদা মত ইদানিং বৈদ্যুতিক মোটরসাইকেলের অনেক মডেল এসেছে। এবারে যেমন বেঙ্গালুরুর স্টার্টআপ ওরক্সা এনার্জিস (Orxa Energies) অবশেষে তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক বাইকটি Mantis লঞ্চ করল। প্রিমিয়াম সেগমেন্টে হাজির হওয়া মডেলটির দাম ৩.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু) ধার্য করা হয়েছে।

আগ্রহী ক্রেতারা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাইকটি বুক করতে পারবেন। প্রথম ১,০০০ ক্রেতা মাত্র ১০,০০০ টাকায় অর্ডার করতে পারবেন। এরপর যারা Orxa Mantis বুক করতে চাইবেন তাদের ২৫,০০০ টাকা দিতে হবে।

Orxa Mantis : ডিজাইন

Orxa Mantis এ রয়েছে অ্যাঙ্গুলার ডিজাইন। অনন্য ডিআরএল সহ টুইন প্রজেক্টর হেডলাইট ছাড়াও দর্শনের মাত্রা বাড়িয়েছে কারুকার্যে মোড়া ট্যাঙ্ক। বাইকটিতে উপস্থিত স্প্লিট সিট সেটআপ এবং দুটি কালার অপশন – আরবান ব্ল্যাক এবং জাঙ্গেল গ্রে।

Orxa Mantis : হার্ডওয়্যার

বাইকটি ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং অ্যাডজাস্টেবল প্রিলোড রিয়ার মোনোশক সাসপেনশন পেয়েছে। সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। একটি অ্যালুমিনিয়াম এরোস্পেস মানের অ্যালয় ফ্রেমের উপর ভিত্তি করে আসা বাইকটির নিজের সেগমেন্টে সবচেয়ে হালকা বলে দাবি করেছে ওরক্সা। ওজন ১৮২ কেজি। সাথে থাকছে একটি ১.৩ কিলোওয়াট চার্জার। সাথে একটি ৩.৩ কিলোওয়াট চার্জার অতিরিক্ত অর্থের বিনিময়ে কেনা যাবে।

Orxa Mantis : স্পেসিফিকেশন ও ফিচার্স

Orxa Mantis-এ দেওয়া হয়েছে একটি ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং বিএলডিসি মোটর। যার ক্ষমতা ২৭.৫ এইচপি এবং টর্ক ৯৩ এনএম। সংস্থার দাবি বাইকটি ০-১০০ কিমি/ঘন্টার গতি ৮.৯ সেকেন্ডে তুলতে সক্ষম এবং সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার। ফুল চার্জ থাকলে ২২১ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ৩.৩ কিলোওয়াট চার্জার দ্বারা ০-৮০% চার্জ ২.৫ ঘন্টায় করা যাবে।

Orxa Mantis-এ উল্লেখযোগ্য ফিচার হিসেবে রয়েছে একটি ৫ ইঞ্চি ডিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অল এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সমেত ম্যান্টিস অ্যাপ, ফোন নোটিফিকেশন, রাইড অ্যানালিটিক্স ইত্যাদি। কোম্পানি মডেলটির ব্যাটারি ও মোটরে ৩ বছর অথবা ৩০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে।