২৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, বাজারে এল Moto Buds 600 ANC ইয়ারবাডস

SGW Global বাজারে আনলো তাদের নতুন Moto Buds 600 ANC ইয়ারফোন। একই সাথে আত্মপ্রকাশ করেছে Moto Watch 100 স্মার্টওয়াচটি। পাঠকদের জ্ঞাতার্থে এখানে জানিয়ে রাখি, Motorola সংস্থাটির বেশ কয়েকটি কোম্পানির সাথে লাইসেন্সিং চুক্তি রয়েছে। যারা মোটোরোলা ব্র্যান্ড নামে বিভিন্ন স্মার্টওয়াচ এবং ইয়ারফোন তৈরি করে। এখন মোটোরোলা সংস্থার নতুন যে ইয়ারফোনটি আসছে সেটি এসজিডব্লিউ গ্লোবাল কোম্পানি দ্বারা নির্মিত। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থার এই নতুন প্রোডাক্টটি চলতি সপ্তাহে সিইএস ২০২৩ এর মঞ্চে প্রদর্শিত হবে। তাছাড়া মোটোরোলা ব্র্যান্ড নামের নতুন এই ইয়ারফোনটি ফার্স্ট পেয়ারিং এবং স্ন্যাপড্রাগন সাউন্ড চিপ সাপোর্ট সহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Moto Buds 600 ANC ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Moto Buds 600 ANC ইয়ারফোনের দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে মোটো বাডস ৬০০ এএনসি ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১৪৯ ডলার ( ১২,৩৩৫ টাকা)। যদিও এসজিডব্লিউ গ্লোবাল এখনো পর্যন্ত নতুন এই ইয়ারফোনের লভ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানায়নি। তবে আশা করা হচ্ছে চলতি মাসেই এর বিক্রি শুরু হবে।

Moto Buds 600 ANC ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি, নবাগত মোটোরোলা বাডস ৬০০ এএনসি ইয়ারফোনটি মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য স্ন্যাপড্রাগন সাউন্ড চিপ সহযোগে এসেছে। তাছাড়া ইউজাররা যখন নতুন এই ইয়ারফোনটি ব্যবহার করবেন তখন স্বচ্ছ এবং উন্নতমানের কোয়ালিটি উপভোগ করতে পারবেন। তাছাড়া এটি এপিটিএক্স অ্যাডাপটিভ এবং ক্লিয়ার ভয়েস ক্যাপচার টেকনোলজি সাপোর্ট করবে। শুধু তাই নয়, ইয়ারফোনটি ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত আওয়াজ কমাতেও সক্ষম। সেইসঙ্গে এতে রয়েছে হাইব্রিড ক্যান্সলেশন ফিচার।

আবার নতুন অডিও ডিভাইসটির ব্লুটুথ মাল্টি পয়েন্ট টেকনোলজি একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটিকে কানেক্ট রাখতে পারবে। তাছাড়া ইয়ারফোনটিতে ফার্স্ট পেয়ার টেকনোলজি সাপোর্ট করবে।

এবার আসা যাক Moto Buds 600 ANC ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে ইয়ারফোনটি ২৬ ঘন্টা পর্যন্ত চার্জিং কেস সমেত সক্রিয় থাকবে। ব্যবহারকারী চাইলে, ওয়্যারলেসভাবে ইয়ারফোনটির চার্জিং কেস চার্জ দিতে পারবেন। এছাড়া হেয়ারেবলটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো টাচ কন্ট্রোল, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX5 রেটিং সহ এসেছে।