Categories: Audio

চমৎকার সাউন্ড ও দীর্ঘ ব্যাটারি সহ Moto Buds+ ও Moto Buds ভারতে লঞ্চ হল

বিশ্ববাজারে লঞ্চের এক মাস পর ভারতীয় বাজারে পা রাখল Moto Buds+ এবং Moto Buds ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। উভয় ইয়ারফোনেই রয়েছে এএনসি ফিচার, হাই রেস অডিও এবং মোটো বাড প্লাস ইয়ারফোনটি বোস সাউন্ড সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক Moto Buds+ এবং Moto Buds ইয়ারফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Moto Buds+ এবং Moto Buds-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Moto Buds+ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 9,999 টাকা এবং Moto Buds ইয়ারফোনের দাম থাকছে 4,999 টাকা। বর্তমানে বিশেষ অফারে Moto Buds+ ইয়ারফোনটি পাওয়া যাবে 7,999 টাকায় এবং Moto Buds ইয়ারফোন কিনতে খরচ হবে 3,999 টাকা। এই বিশেষ অফার পাওয়া যাবে একমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগামী ১৫মে থেকে।

Moto Buds+ ইয়ারফোনটি ক্রেতারা পাবেন ফরেস্ট গ্রে এবং বিচ স্যান্ড এই দুটি কালার অপশনে। আর Moto Buds ইয়ারফোন স্টার লাইট ব্লু, গ্লেসিয়ার ব্লু এবং কোরাল পিচ কালার অপশনে এসেছে।

Moto Buds+ এবং Moto Buds-এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto Buds+ ইয়ারফোনটি প্রিমিয়াম ফিচার অফার করছে। এর মধ্যে থাকছে 11 এমএম উফার ও 6 এমএম টুইটার সহ ডুয়াল ডায়নামিক ড্রাইভার। তাছাড়া আগেই বলা হয়েছে হেয়ারেবলটিতে বোস সাউন্ড সাপোর্ট করবে। সেই সঙ্গে এতে থাকছে হাই রেস অডিও এবং ডলবি হেড ট্র্যাকার। আর এই ইয়ারফোনটি এলএইচডিসি 5.0, এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সাপোর্ট সহ এসেছে।

অন্যদিকে Moto Buds+ ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি যা 45 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ এড়াতে সক্ষম। এই ইয়ারফোনে ব্লুটুথ 5.3 সাপোর্ট করবে। আবার মোটো বাড অ্যাপের মাধ্যমে ইয়ারফোনটির ইকুইলাইজার পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি ইয়ারফোনটির প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে তিনটি মাইক্রোফোন সিস্টেম।

এবার আসা যাক Moto Buds+ ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার চালু থাকলে এর প্রত্যেকটি ইয়ারবাড 8 ঘণ্টা পর্যন্ত এবং এএনসি ফিচার বন্ধ থাকলে এটি অতিরিক্ত 30 ঘণ্টা পর্যন্ত চলবে। আবার চার্জিং কেস সমেত ইয়ারফোনটি মোট 38 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এমনকি ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র 10 মিনিট চার্জে এটি 3 ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।

Moto Buds ইয়ারফোনে রয়েছে 12.4 এমএম ডায়নামিক ড্রাইভার। এটি ডলবি অডিও সার্টিফিকেশন যুক্ত এবং হাই রেস অডিও সহ এসেছে। আবার চারপাশের আওয়াজ এড়ানোর জন্য এতে থাকছে 50 ডেসিবেল এএনসি ফিচার এবং অ্যাডাপটিভ, নয়েজ ক্যান্সেলেশন ও ট্রান্সফারেন্সি এই তিনটি নয়েজ ক্যান্সলেশন মোড।

শুধু তাই নয়, নয়া ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশনের জন্য তিনটি মাইক সেটআপ বর্তমান। আর এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ব্লুটুথ 5.3। ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে এটি 33 ঘণ্টা এবং এএনসি ফিচার চালু থাকলে 9 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি 10 মিনিট চার্জে ডিভাইসটি 2 ঘণ্টা পর্যন্ত চলবে।

somnath

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago