মাত্র ১৭৯৯ টাকায় ট্রান্সপারেন্ট চার্জিং কেসের ইয়ারবাড লঞ্চ করল Noise, ফুল চার্জে চলবে ৪০ ঘন্টা

চলতি মাসের শুরুতে Noise দুটি নতুন হেডফোন লঞ্চ করার পর, এবার বাজারে নিয়ে আসলো একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Noise Air Buds 2। বাজেট রেঞ্জের এই হেডসেটটি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করার পাশাপাশি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৪০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Air Buds 2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Air Buds 2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ এয়ার বাডস ২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি। এটি ক্লিয়ার ব্ল্যাক এবং ক্লিয়ার হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Noise Air Buds 2 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

চিরাচরিত ইন ক্যানেল ফিট ডিজাইনের পরিবর্তে নতুন নয়েজ এয়ার বাডস ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি আউটার ইয়ার ফিট ডিজাইনের সাথে এসেছে, যা ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ্য প্রদান করতে সক্ষম। যদিও ইয়ারফোনটিতে প্যাসিভ নয়েজ আইসোলেশন ফিচার সাপোর্ট করবে না। তবে বাইরের আওয়াজ সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করতে পারবে হেয়ারেবলটি।

নয়েজ এয়ার বাডস ২ ইয়ারফোনটির ডিজাইনগত আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর চার্জিং কেসের ঢাকনাটি স্বচ্ছ। তাছাড়া এই চার্জিং কেসের নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এমনকি ফুল চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৪০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে।

অন্যদিকে, মনোরম বেস সরবরাহের জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ডায়নামিক ড্রাইভার। এছাড়া নতুন এই অডিও ডিভাইসের অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য টাচ কন্ট্রোল, ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, এনভারমেন্টাল নয়েজ রিডাকশন ইত্যাদি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিং সহ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *