12 হাজার টাকা ছাড়ে মিলছে এই Asus Vivobook ল্যাপটপ, আছে দুর্দান্ত প্রসেসর ও 16GB র‌্যাম

স্মার্টফোন যতোই জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে যাক না কেন, এমন অনেক কাজ বা প্রয়োজন আছে যা এই খুদে যন্ত্রের মাধ্যমে মেটেনা! প্রয়োজন হয় আরও বেশি কিছুর, যে কারণে বহু মানুষই পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ কেনার দিকে আগ্রহী হন। সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে আপনি যদি কম দামে একটি দুর্দান্ত ল্যাপটপ কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সেরা অফারের সন্ধান যা কাজে না লাগানোটা একদমই ঠিক হবেনা। আসলে বাজারের অন্যতম জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড Asus এখন খুব কম দামে তার Vivobook Go 14 ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে – এতে আপনি ১০ হাজার টাকারও বেশি ছাড় পাবেন। আপনি শিক্ষার্থী হন বা কর্মরত, যেকোনো ধরণের চাহিদার জন্য এই ল্যাপটপটি আদর্শ।

Asus Vivobook Go 14 ল্যাপটপের বর্তমান দাম, লভ্যতা

লেটেস্ট আসুস ভিভোবুক গো ১৪ ল্যাপটপের মূল্য এমনিতে ৫০,৯৯০ টাকা, কিন্তু এখন এটি ছাড়ে নূন্যতম ৩৮,৯৯০ টাকায় পাওয়া যাবে। তবে এই ১২,০০০ টাকা ডিসকাউন্ট পেতে আপনাকে কোম্পানির ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে হবে। ল্যাপটপটি কুল সিলভার, গ্রিন গ্রে এবং মিক্সড ব্ল্যাক রঙে কেনার জন্য উপলব্ধ।

ASUS Vivobook Go 14-এর স্পেসিফিকেশন

আসুস ভিভোবুক গো ১৪ ল্যাপটপের ১৪ ইঞ্চি ফুলএইচডি+ অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, ব্রাইটনেস ২৫০ নিট এবং স্ক্রিন রেশিও ১৬:৯। বহুমুখী ব্যবহারের জন্য এতে ১৮০ ডিগ্রি হিঞ্জ আছে। আবার পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ৭ম প্রজন্মের এএমডি রাইজেন ৫ ৭৫২০ইউ (AMD Ryzen 5 7520U) প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে।

এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে থাকবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪২ ওয়াট আওয়ার (Whr) ব্যাটারি। কোম্পানির মতে এটি মাত্র ৪৯ মিনিটে ৬০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার সফ্টওয়্যার হিসেবে আসুস ভিভোবুক গো-তে প্রি-ইনস্টলড্ মিলবে উইন্ডোজ ১১ ওএস। আর কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬ই (Wi-Fi 6E) প্রোটোকল বিদ্যমান হবে। এর ওজন ১.৩ কেজি।