OnePlus Buds Pro 2: ওয়ানপ্লাস বাজারে আনল নতুন ইয়ারবাডস, ফুল চার্জে চলবে ৩৯ ঘন্টা, কত দাম

OnePlus গতকাল চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 11 এর উপর থেকে পর্দা সরিয়েছে। পাশাপাশি সংস্থাটি লঞ্চ করেছে নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম OnePlus Buds Pro 2। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি OnePlus Buds Pro এর উত্তরসূরী। চলুন দেখে নেওয়া যাক নতুন OnePlus Buds Pro 2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

OnePlus Buds Pro 2 এর দাম ও লভ্যতা

ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৭৯৮ টাকা)। এটি ব্ল্যাক এবং গ্রিন, এই দুটি কালারে উপলব্ধ। আগামী ৯ জানুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে। আর আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে আসতে পারে ইয়ারফোনটি।

OnePlus Buds Pro 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারফোনের প্রসঙ্গে বলতে গেলে, এটি পূর্বসূরীর মত ডিজাইন সহ এসেছে। তবে এটি আগের মডেলের তুলনায় ফিচারের দিক থেকে সামান্য এগিয়ে রয়েছে। কারন এতে রয়েছে ডায়না অডিও টিউনিং। টেকগাপের পাঠকদের জন্য এখানে জানিয়ে রাখি, ওয়ানপ্লাসের প্যারেন্ট ব্র্যান্ড ওপ্পো বেশ কিছুদিন ধরেই তাদের অডিও প্রোডাক্টগুলিতে এই ডায়না অডিও টিউনিং ব্যবহার করেছে। শুধু তাই নয়, নতুন এই ইয়ারফোনে রয়েছে ১১ এমএম এবং ৬ এমএম ডুয়াল ড্রাইভার। তাছাড়া এতে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ। এছাড়া এই ইয়ারফোনে ডুয়েল কানেকশন ফিচার সাপোর্ট করবে। তাই একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটি যুক্ত করা যাবে।

অন্যদিকে, বাজার চলতি প্রিমিয়াম ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনগুলির মত এতেও থাকছে ইন্টালিজেন্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ৪৮ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ আটকাবে। উপরন্তু হাই রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেট যুক্ত ইয়ারফোনে এলএইচডি সি ৫.০ অডিও কোডেক এবং ৩৬০ ডিগ্রী স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। এছাড়া গেমিংয়ের জন্য অডিও ডিভাইসটি ৫৪ এমএস লো ল্যাটেন্সি মোড অফার করে। এমনকি ইয়ারফোনটি টাচ কন্ট্রোল এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

এবার আলোচনা করা যাক OnePlus Buds Pro 2 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটির প্রতিটি ইয়ারবাড ৯ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার চার্জিং কেস সহ এটি ৩৯ ঘণ্টা পর্যন্ত চলবে। পাশাপাশি এএনসি ফিচার চালু থাকলে এর প্রতিটি ইয়ারবাড ৬ ঘন্টা এবং চার্জিং কেস সমেত ২৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IP55 রেটিং প্রাপ্ত।