iPhone বিক্রি বন্ধের নির্দেশ পেতেই নড়েচড়ে বসল Apple, সমস্যা সমাধানে উদ্যোগী সংস্থা

অ্যাপল (Apple) চলতি সপ্তাহেই iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। নতুন আইফোন বাজারে আসার পর মার্কিন কোম্পানিটি তাদের পুরোনো মডেলগুলি নিয়ে নানান পরিকল্পনার কথা সামনে আনছে। যেমন সম্প্রতি অ্যাপল তাদের ইন্ডিয়া ওয়েবসাইট থেকে iPhone 14 Pro সহ বেশ কয়েকটি আগের মডেলকে বাদ দিয়েছে। এবার তারা ঘোষণা করেছে যে, ফ্রান্সে iPhone 12 ব্যবহারকারীদের জন্য বিশেষ সফ্টওয়্যার আপডেট দেওয়া হবে। সেদেশের রেডিয়েশন পর্যবেক্ষক সংস্থা এই নির্দিষ্ট মডেলগুলি থেকে মাত্রাতিরিক্তভাবে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গমন নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে অ্যাপল এই পদক্ষেপটি গ্রহণ করেছে।

ফ্রান্সে iPhone 12-এর রেডিয়েশন রুখতে রোল আউট হবে নতুন আপডেট

ফ্রেঞ্চ ন্যাশনাল ফ্রিকোয়েন্সি এজেন্সি (ANFR) জানিয়েছে যে, পরীক্ষায় দেখা গেছে আইফোন ১২ যে পরিমান ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত করে, তা মাত্রা ছাড়িয়েছে। ফলস্বরূপ, এএনএফআর অ্যাপলকে ফ্রান্সে মডেলের বিক্রি বন্ধ করতে এবং দুই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে বা মডেলগুলি ফিরিয়ে নিতে বলেছে।

অ্যাপল এএনএফআর-এর ফলাফলকে স্বীকার করেনি, তারা জানিয়েছে যে আইফোন ১২ ডিভাইসগুলি নিরাপদ এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি সার্টিফায়েড হয়েছে। তবে, সংস্থাটি সমাধানের জন্য একটি সফ্টওয়্যার আপডেট রোল আউট করতে সম্মত হয়েছে। সফ্টওয়্যার আপডেট আগামী সপ্তাহগুলিতে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। আপডেটটি নির্দিষ্ট কি পরিবর্তন আনবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এটি আইফোন ১২-এ রেডিও ওয়েভ পরিচালনা করার উপায়গুলিকে অ্যাডজাস্ট করতে পারে।

ফরাসি নিয়ন্ত্রক এএনএফআর বলেছে যে, ডিভাইসটির নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের মাত্রায় পার্থক্য করে কিনা, তা দেখার জন্য তারা সফ্টওয়্যার আপডেটটি পরীক্ষা করবে। যদি তা হয়, তাহলে রেগুলেটরি অথরিটি বলেছে যে এটি মডেলটিকে ইউরোপীয় স্ট্যান্ডার্ডগুলির সাথে মেলাবে এবং মার্কেটিং প্রত্যাহারের আদেশটি তুলে নেবে।

জানিয়ে রাখি, iPhone 12-এর রেডিয়েশনের সমস্যা অন্যান্য ইউরোপীয় দেশগুলিতেও উদ্বেগ বাড়িয়েছে। বেলজিয়াম, জার্মানি এবং ইতালি-এর মতো দেশের কর্তৃপক্ষও বলেছে যে তারা এই পরিস্থিতিটি পর্যালোচনা করছে। তাই খুব সম্ভবত অন্যান্য দেশেও অ্যাপলকে iPhone 12-এর জন্য একটি সফ্টওয়্যার আপডেট প্রকাশ করার প্রয়োজন হতে পারে।