OnePlus Buds Pro 2R: গম গমে সাউন্ড সহ লঞ্চ হল ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস, দাম কত

OnePlus Buds Pro 2R এর দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা

OnePlus 11 এবং OnePlus 11R স্মার্টফোনের পাশাপাশি বিশ্ব বাজারে পা রেখেছে OnePlus Buds Pro 2 ইয়ারফোন। দ্বিতীয় প্রজন্মের এই ইয়ারবাডটি একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে। এতে রয়েছে স্প্যাসিয়াল অডিও, ডায়না টিউনিং, অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার ইত্যাদি। এদিকে সংস্থাটি ভারতীয় বাজারের জন্য এই একই ইয়ারফোনের একটি সাশ্রয়ী ভার্সন এনেছে, যা OnePlus Buds Pro 2R নামে পরিচিত। তবে সাশ্রয়ী মূল্যে আসলেও এতে ওয়্যারলেস চার্জিং এবং হেড ট্রাকিং ফিচার ছাড়া রয়েছে অরিজিনাল Buds Pro 2 ইয়ারফোনের মত একই বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক নতুন OnePlus Buds Pro 2R ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

OnePlus Buds Pro 2R ইয়ারফোনের দাম ও লভ্যতা

যেমনটা বলেছি ওয়ানপ্লাস বাডস প্রো ২আর ইয়ারবাডটি কেবলমাত্র ভারতীয় বাজারের জন্য উপলব্ধ। নতুন এই ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটিকে হোয়াইট এবং ব্ল্যাক এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন। তবে সংস্থাটি এখনো পর্যন্ত এর বিক্রির দিনক্ষণ না জানায়নি। তবে আগামী মার্চ মাস থেকে এটি পাওয়া যাবে বলে কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে।

OnePlus Buds Pro 2R ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকে দেখতে গেলে নবাগত ওয়ানপ্লাস বাডস প্রো ২আর ইয়ারফোনটি স্ট্যান্ডার্ড মডেলের সমতুল্য, অর্থাৎ বাডস প্রো ২ ইয়ারফোনে মত এই ইয়ারবাডটিও গ্লোসি স্টেম সহ ডুয়াল টোন ডিজাইনে এসেছে এবং এর ওপরের অংশ ম্যাট ফিনিশ। এই ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১১ এমএম ও ৬ এমএম ডুয়াল ড্রাইভার। এছাড়া এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ও ৪৮ ডেসিবেল পর্যন্ত ট্রান্সপারেন্সি মোড উপলব্ধ। শুধু তাই নয়, গেমিংয়ের জন্য এতে ৫০এমএস লো ল্যাটেন্সি এবং এলএইচডিসি ৫.০ অডিও কোডেক সাপোর্ট করবে।

আবার ইয়ারবাডটিতে স্প্যাসিয়াল অডিও সাপোর্ট করবে। তবে এতে হেড ট্রাকিং ফিচার অনুপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.২ এবং একে একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারবে। আবার সংস্থার মতে, OnePlus Buds Pro 2R ইয়ারফোন ৩৯ ঘন্টা পর্যন্ত চার্জিং কেস সমেত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আর এর প্রত্যেকটি ইয়ারবাড আলাদাভাবে ৯ ঘন্টা ব্যবহারযোগ্য। তবে সেক্ষেত্রে এএনসি ফিচার বন্ধ থাকতে হবে। এএনসি ফিচার চালু থাকলে ইয়ারবাডগুলি ৬ ঘন্টা পর্যন্ত চলবে।