Moto Edge X30: 60MP সেল্ফি ক্যামেরার প্রথম ফোন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হবে

মোটোরোলা সম্প্রতি চীনে Moto Edge X30 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। যার মূল ইউএসপি Qualcomm- Snapdragon 8 Gen 1 প্রসেসর ও ৬০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। এদিকে Moto Edge X30 লঞ্চ হওয়ার আগেই জল্পনা শোনা যাচ্ছিল যে, লেনোভো’র মালিকানাধীন সংস্থাটি ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে ভারতের বাজারে দু’টি স্মার্টফোন নিয়ে আসবে। সূত্রের খবর তাদের মধ্যে একটি হল Moto Edge X30।

৯১মোবাইলস’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে Moto Edge X30 এ দেশে আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য, Moto Edge X30 বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 1 চিপসেট পরিচালিত হ্যান্ডসেট। এটি চীনে ইতিমধ্যেই লঞ্চ হযে যাওয়ার ফলে  এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহল। সেগুলি নীচে আলোচনা করা হল।

মোটো এজ এক্স৩০ স্পেসিফিকেশনস (Moto Edge X30 Specifications)

মোটো এজ এক্স৩০-এ রয়েছে ৬.৮ ইঞ্চি ওলেড (OLED) ডিসপ্লে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ-সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

মোটো এজ এক্স৩০-এ ফটোগ্রাফির জন্য ছে ট্রিপল ক্যামেরা সেটআপ – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।