Oppo Enco Air 3 ব্লুটুথ ইয়ারবাডস ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ২৫ ঘন্টা

Oppo Reno 8T স্মার্টফোনের সাথে একই দিন ভারতে পা রাখল নতুন Oppo Enco Air 3 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। চীনা টেক জায়ান্ট Oppo ব্র্যান্ডের নতুন এই ইয়ারবাডটি ডিজাইনের দিক থেকে প্রায় এর পূর্বসূরীর সমতুল্য। তবে ফিচারগত দিক থেকে এতে রয়েছে কিছু আপডেট। উল্লেখ্য, নতুন Oppo Enco Air 3 ইয়ারফোনে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ২৫ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। এছাড়া ইয়ারবাডটি ৪৭ এমএস লো ল্যাটেন্সি অফার করবে। চলুন Oppo Enco Air 3 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Enco Air 3 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এর বিক্রি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে নতুন এই ইয়ারবাড।

Oppo Enco Air 3 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে পূর্বসূরীর তুলনায় নতুন ইয়ারফোনের চার্জিং কেসের ঢাকনাটি অপেক্ষাকৃত বড়। তবে পূর্বসূরীর মতো নতুন মডেলে চার্জিং কেসের স্বচ্ছ ঢাকনা ও ইয়ারবাডগুলির সেমি ইন ইয়ার ডিজাইন কিন্তু অপরিবর্তিত। তাছাড়া এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১৩.৪ এমএম অডিও ড্রাইভার। এমনকি এতে নতুন ক্যাডেন্স হাইফাই৫ ডিএসপি (ডিজিটাল সিগনাল প্রসেসর ) উপস্থিত, যা কল চলাকালীন সময় স্বচ্ছ অডিও সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।

শুধু তাই নয়, মুভি থিয়েটারের অভিজ্ঞতা প্রদান করার জন্য নতুন এনকো এয়ার ৩ ইয়ারবাড ওপ্পো লাইভ অডিও সাপোর্ট সহ এসেছে। এছাড়া হেয়ারেবেলটি ৪৭ এমএস পর্যন্ত লো ল্যাটেন্সি মোড অফার করবে। ফলে মোবাইল গেমারদের জন্য ইয়ারফোনটি উপযুক্ত। পাশাপাশি এটি এসবিসি এবং এএসি অডিও কোডেক সমর্থন করবে।

এখানেই শেষ নয়। নতুন এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ইয়ারফোনটি একই সময় দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারবে। এবার আসা যাক Oppo Enco Air 3 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ২৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার মাত্র ১০ মিনিট চার্জে ইয়ারফোনটি দু’ঘণ্টা পর্যন্ত প্লেব্যাকটাইম অফার করতে পারবে। তদুপরি আলোচ্য ইয়ারফোনের অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্য হল টাচ কন্ট্রোল, গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্ট, ডিএনএন নয়েজ ক্যান্সলেশন ইত্যাদি। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IP54 রেটিং।