অবিশ্বাস্য, ১৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে Lenovo Legion 2 Pro

Lenovo তাদের গতবছরে লঞ্চ করা গেমিং ফোন Legion Pro এর উত্তরসূরি Legion 2 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের দিন ঘোষণা না করলেও, লেনোভো উইবো তে এই ফোনের ফিচার টিজ করতে শুরু করেছে। ইতিমধ্যেই জানা গেছে লেনোভো লিজিয়ন ২ প্রো তে ডুয়াল টার্বো কুলিং সিস্টেম থাকবে। কয়েকদিন আগে এই ফোনকে Geekbench-এও দেখা গেছে। এবার Lenovo Legion 2 Pro চীনের 3C সার্টিফিকেশন পেল। যেখানে থেকে ফোনটির চার্জিং ক্ষমতা সম্পর্কে জানা গেছে।

3C সার্টিফিকেশন সাইটে লেনোভো লিজিয়ন ২ প্রো কে L70081 মডেল নম্বর সহ দেখা গেছে। এই একই মডেল নম্বর সহ ফোনটি গিকবেঞ্চেও অন্তর্ভুক্ত হয়েছিল। 3C লিস্টিং অনুযায়ী, এই ফোনটি LC-658 DC চার্জার সহ লঞ্চ হবে। এটি একটি ডুয়েল পোর্ট চার্জার হবে, যেখানে ৬৫ ওয়াট ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অর্থ Legion Pro এর মত এর উত্তরসূরি ডুয়েল ইউএসবি পোর্ট সহ আসতে পারে।

এদিকে টিপস্টার, Digital Chat Station একটি উইবো পোস্টে দাবি করেছেন, এই ফোনে ১৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে 5G কানেক্টিভিটি। সেক্ষেত্রে সত্যি যদি এই ফোনটি ১৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে, তাহলে লেনোভো লিজিয়ন ২ প্রো হবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষমতাযুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন। কারণ এর আগে Xiaomi কেবল ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ফোন এনেছে। এছাড়াও Realme কে আমরা ১২৫ ওয়াট ডার্ট চার্জিং প্রযুক্তি সামনে আনতে দেখেছি।

যাইহোক আবার Lenovo Legion 2 Pro এর প্রসঙ্গে ফিরি, গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরে। গ্রাফিক্সের জন্য পাওয়া যাবে এড্রেনো ৬৬০ জিপিইউ। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। আবার ফোনটি ১৬ জিবি র‌্যামের সাথে পাওয়া যাবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১১৩০ এবং ৩৭৭৯ স্কোর করেছে।

লেনোভো লিজিয়ন ২ প্রো সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে। লেনেভো এই ফোনটিকে সদ্য লঞ্চ হওয়া Asus ROG Phone 5 কে টেক্কা দিতে লঞ্চ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন