চমক! OnePlus 9 সিরিজে থাকবে Oppo-র ColorOS কাস্টম অপারেটিং সিস্টেম

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 9 সিরিজ লঞ্চ হচ্ছে। তবে লঞ্চের একদিন আগে ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা ও সিইও পিট লাউ (Pete Lau) ওয়ানপ্লাস ৯ সিরিজের বিষয়ে চমকে দেওয়ার মতো একটি ঘোষণা করেছেন। উইবো পোস্ট মারফত তিনি জানিয়েছেন, চাইনিজ মার্কেটে উপলব্ধ ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোনগুলিতে কালার ওএস (ColorOS) থাকবে। এছাড়াও, ওয়ানপ্লাসের ঘরেলু মার্কেটে তাদের আপকামিং ফোনগুলি নিজস্ব কাস্টম স্কিনের পরিবর্তে অপ্পোর কালার ওএস এর সঙ্গে শিপিং হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ওয়ানপ্লাসের ফোনগুলি দুটি ভিন্ন অ্যান্ড্রয়েড স্কিনের সাথে লঞ্চ হয়ে থাকে৷ চীনে ওয়ানপ্লাসের ফোনে হাইড্রোজেন ওএস (Hydrogen OS) থাকলেও ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারে ওয়ানপ্লাসের হ্যান্ডসেট অক্সিজেন ওএস (Oxygen OS) এর সঙ্গে শিপিং করা হয়৷ তবে ভিন্ন পথে হেঁটেই ওয়ানপ্লাস চাইনিজ মার্কেটের জন্য ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোনগুলিতে কালার ওএস প্রি-ইনস্টল করছে।

প্রসঙ্গত রিয়েলমি নিজস্ব কাস্টম স্কিন রিয়েলমি ইউআই (Realme UI) ঘোষণা করার পূর্বে সংস্থাটির ফোনে আমরা অপ্পোর অ্যান্ড্রয়েড স্কিন কালার ওএস থাকতে দেখেছি। তবে রিয়েলমির মতো নবাগত ব্রান্ড যেভাবে কালার ওএস এর হাত ছাড়লো। সেখানে প্রিমিয়াম স্মার্টফোনের জন্য পরিচিত পোড়খাওয়া কোম্পানি ওয়ানপ্লাস কেন হাইড্রোজেনের ওএস কে বিদায় জানিয়ে কালার ওএস এর দিকে ঝুঁকছে তা সত্যিই অবাক করার মতো।

এদিকে OnePlus 9 সিরিজে কালারওএস থাকলেও, সংস্থার পুরোনো ডিভাইসগুলি যে হাইড্রোজেন ওএস-এই চলবে তা একপ্রকার নিশ্চিত। এমনকি পিট লাউ ওয়ানপ্লাসের এগজিস্টিং ব্যাবহারকারীদের আশ্বস্ত করে বলেছেন, হাইড্রোজেন ওএস দ্বারা চালিত ওয়ানপ্লাসের পুরোনো ফোনগুলিও সময়মতো সফটওয়্যার আপডেট ও সাপোর্ট পাবে।

ওয়ানপ্লাস অবশ্য অক্সিজেন ওএস এর ভবিষ্যত সর্ম্পকে কিছু জানায় নি। সেক্ষেত্রে ভারত সহ গ্লোবাল মার্কেটে (চীন বাদে) ওয়ানপ্লাস ৯ সিরিজ অক্সিজেন ওএস এর সঙ্গে লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন