1000 টাকার কমে বাজারে এল pTron Bassbuds Zen ইয়ারবাড, এখন কিনলেই মিলবে অফার

pTron Bassbuds Zen ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,১৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা pTron ভারতে লঞ্চ করল নতুন একটি অডিও প্রোডাক্ট, যার নাম pTron Bassbuds Zen। বাজেট কাস্টমারদের জন্য একেবারে সাশ্রয়ী মূল্যে এসেছে নতুন এই ইয়ারবাডটি। তবে দাম কম হলেও এতে রয়েছে একাধিক উন্নতমানের ফিচার। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন থেকে শুরু করে ইয়ারফোনটিতে সিনেমাটিক থ্রিডি স্পেশিয়াল সাউন্ড উপলব্ধ। আবার সংস্থার মতে, ইয়ারফোনটি একবার চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Bassbuds Zen ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Bassbuds Zen ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসবাডস জেন ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,১৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। নাপোলি ব্ল্যাক এবং কোব্যাল্ট ব্লু, এই দুটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের ইয়ারবাডটি। উল্লেখ্য, ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ নতুন এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন।

pTron Bassbuds Zen ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত পিট্রন বেসবাডস জেন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি স্টেম ও সিলিকন ইয়ারটিপ ও ইন-ইয়ার ডিজাইন সহ এসেছে। এর স্টেমের ওপরে রয়েছে ছোট্ট ব্লু কালারের এলইডি লাইট। ব্যবহারকারীরা এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটিকে অনায়াসেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে, ইয়ারফোনটির অডিও পারফরম্যান্সের প্রসঙ্গে বলতে গেলে, দুর্দান্ত বেস প্রদানের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার। এছাড়া ইয়ারফোনটিতে কোয়াড মাইক এবং ৩০ ডেসিবেল পর্যন্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। শুধু তাই নয়, স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে থাকছে ট্রুটক ফিচার এবং সিনেমাটিক থ্রিডি স্পেশিয়াল সাউন্ড।

তদুপরি নতুন এই ইয়ারবাডটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সহ এসেছে, যা এসবিসি এবং এএসি অডিও কোডেক এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

এবার আসা যাক pTron Bassbuds Zen ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে চার্জিং কেস সমেত ৫০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে ইয়ারফোনটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।