৮৯৯ টাকায় pTron লঞ্চ করল দুর্দান্ত সাউন্ডের ইয়ারবাড, ফুল চার্জে চলবে ৩৫ ঘন্টা

pTron Basspods Flare ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা।

ভারতের স্মার্টফোন অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী জনপ্রিয় সংস্থা pTron এবার নিয়ে আসলো নতুন pTron Basspods Flare ইয়ারবাড। গেমপ্রেমীদের লক্ষ্য করে তৈরি এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে লো ল্যাটেন্সি ওয়্যারলেস টেকনোলজি থাকায় মনোরম গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করার পাশাপাশি গেমিং গ্রেড অডিও পারফরম্যান্সও দিতে পারবে। আর একবার চার্জে ইয়ারফোনটি ৩৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Basspods Flare ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Basspods Flare ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসপডস ফ্লেয়ার ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। তবে বর্তমানে প্রারম্ভিক অফারে এটি পাওয়া যাচ্ছে ৮৯৯ টাকায়। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনতে পারবেন ইয়ারফোনটি। ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো কালার অপশনে উপলব্ধ নতুন এই ইয়ারবাড।

pTron Basspods Flare ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত পিট্রন বেসপডস ফ্লেয়ার ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম হাই ফিডালিটি অডিও ড্রাইভার। সংস্থাটি দাবি করেছে, এই ড্রাইভার ব্যবহার করার ফলে ইয়ারফোনটি স্বচ্ছ এবং মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে পারবে। তাছাড়া ইয়ারফোনটিতে থাকছে ট্রুটক টেকনোলজি। যার ফলে এটি কল চলাকালীন ডায়নামিক নয়েজ রিডাকশন করতে সক্ষম।

এছাড়া আগেই বলা হয়েছে গেমপ্রেমীদের জন্য এই ইয়ারবাড বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তাই এতে রয়েছে স্পেশাল গেমিং মোড। আর এই মোডে অ্যাপ্টসেন্স টেকনোলজি ব্যবহার করে ইয়ারফোনটির পক্ষে ৪০ এমএস পর্যন্ত ল্যাটেন্সি কমানো সম্ভব।

আবার ডিজাইনগত দিক থেকে ইয়ারফোনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এর চার্জিং কেসের ওপর থাকছে আরজিবি লাইট। তাছাড়া ৩.৫ গ্রাম ওজনের এই অডিও ডিভাইসটি মাল্টি ফাংশন টাচ কন্ট্রোল সাপোর্ট সহ এসেছে। তদুপরি ইয়ারফোনটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ সি পোর্ট। সংস্থার মতে, একবার চার্জে pTron Basspods Flare ইয়ারবাড ৩৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তবে এখানেই শেষ নয়। ইয়ারফোনটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।