নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাথে নতুন ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করল pTron

ভারতে আত্মপ্রকাশ করল pTron এর নতুন Basspods P481 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। নতুন এই ইয়ারফোনে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন টেকনোলজির পাশাপাশি রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফ। সেই সঙ্গে স্লিক ডিজাইনের এই ইয়ারফোনটি বাজেট রেঞ্জে এসেছে। তাছাড়া নতুন এই অডিও ডিভাইসে ব্লুটুথ ৫.৩, ৫০এমএস লো ল্যাটেন্সি এবং স্মার্ট টাচ কন্ট্রোল উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Basspods P481 ইয়ারফোনের দাম ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Basspods P481 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসপডস পি৪৮১ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। আগামী ১১ ডিসেম্বর থেকে ই কমার্স সাইট ফ্লিপকার্ট এর মাধ্যমে কেনা যাবে নতুন এই ইয়ারফোনটি।

pTron Basspods P481 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত পিট্রন বেসপডস পি৪৮১ ইয়ারফোনটি হালকা এবং স্টেমলাইক ডিজাইনের সাথে এসেছে। এর ওজন মাত্র ৪ গ্রাম। তাই দীর্ঘক্ষণ ব্যবহারকারী এটি কানে পরে থাকলেও কোনো অস্বচ্ছন্দতা অনুভব করবেন না। সেই সঙ্গে ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার, যা শক্তিশালী বেস এবং সাউন্ড উৎপন্ন করতে সক্ষম।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে সংস্থার সিগনেচার নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি এবং হাই রেজোলিউশন অডিও। সংস্থাটি দাবী করেছে, ইয়ারফোনটিতে নয়েজ ক্যান্সেলশন এবং মনোরম সাউন্ড কোয়ালিটির জন্য উন্নততর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

উপরন্তু, হেয়ারেবলটিতে থাকছে টাচ সেনসিটিভ কন্ট্রোল। যার মাধ্যমে কেবলমাত্র স্পর্শ করে মিউজিক ট্র্যাক পরিবর্তন, কল ধরা এবং করা, ভলিউম নিয়ন্ত্রণ এবং ভয়েজ অ্যাসিস্ট্যান্ট চালু করা সম্ভব। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ এবং এটি ৫০ এমএস লো ল্যাটেন্সি সাপোর্ট করবে।

pTron Basspods P481 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে একবার চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৭ ঘন্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। তাছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২৪০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিংসহ এসেছে।