কোলাহলের মধ্যেও গান শোনা বন্ধ হবে না, Ptron Zenbuds Pro 1 Max ইয়ারফোন এই ট্রেন্ডিং ফিচার সহ লঞ্চ হল

Ptron Zenbuds Pro 1 Max এর দাম কত রাখা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি

Ptron ভারতে লঞ্চ করল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Ptron Zenbuds Pro 1 Max। এটি কোয়াইট স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচারসহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোনটি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Ptron Zenbuds Pro 1 Max ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Ptron Zenbuds Pro 1 Max- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Ptron Zenbuds Pro 1 Max এর দাম কত রাখা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে খুব শীঘ্রই ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটি কিনতে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

Ptron Zenbuds Pro 1 Max- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Ptron Zenbuds Pro 1 Max ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম বেসবুষ্ট ড্রাইভার, যা দুর্দান্ত মানের সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম। তাছাড়া ব্যবহারকারীকে নির্ঝঞ্ঝাট অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার প্রতিশ্রুতি দেয় এই ইয়ারফোনটি। তাই যেকোনো ধরনের ব্যস্ত রাস্তায়, কোলাহলপূর্ণ অফিসে কিংবা জনবহুল প্লেনে ব্যবহারকারী মনোরম অডিও এক্সপেরিয়েন্স লাভ করবেন।

অন্যদিকে, ইয়ারফোনটিতে রয়েছে কোয়াইট স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি। যার মাধ্যমে ৩০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়ানো সম্ভব। শুধু তাই নয়, এতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ট্রুটকটিএম টেকনোলজি উপলব্ধ। তাই ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমিয়ে এবং ফিল্টার করে ফোন কল চলাকালী ইউজার স্বচ্ছ ভয়েস এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তদুপরি ইয়ারফোনটিতে থাকছে ৪৫ এমএস লো ল্যাটেন্সি মোড এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

এবার আসা যাক Ptron Zenbuds Pro 1 Max ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৮০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু এর পোর্টেবল এবং কম্প্যাক্ট ডিজাইনের চার্জিং কেসে রয়েছে ফার্স্ট চার্জিং সমর্থনকারী টাইপ সি পোর্ট। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।