108 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Redmi Note 13R Pro 5G, লঞ্চের আগেই দাম ফাঁস

Redmi Note 13R Pro 5G স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম ১,৯৯৯ RMB / ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) রাখা হবে।

গত সেপ্টেম্বর মাসে চীনের বাজারে উন্মোচন করা হয় Redmi Note 13 5G সিরিজ। তখন এই লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস আত্মপ্রকাশ করে, যথা – Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, এবং Redmi Note 13 Pro+ 5G৷ তবে এখন মনে হচ্ছে, সংস্থাটি তাদের এই লেটেস্ট লাইনআপের অধীনে আরো একটি নয়া মডেল অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় আছে। কেননা হালফিলে চীনা টেলিকম (China Telecom) -এর সাইটে Redmi Note 13R Pro 5G নামের একটি স্মার্টফোন তালিকাভুক্ত করা হয়েছে। আর এখান থেকে এর ডিজাইন রেন্ডার থেকে শুরু করে ফিচার এবং সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। এমনকি Redmi Note 12R Pro মডেলের উত্তরসূরী হিসাবে আসন্ন এই ডিভাইস কবে নাগাদ হোম-মার্কেটে পা রাখবে সেই তথ্যও সামনে এনেছে চীনা টেলিকম।

লঞ্চের আগেই Redmi Note 13R Pro স্মার্টফোনের ডিজাইন রেন্ডার ফাঁস হল

চীনা টেলিকমের সৌজন্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন রেডমি নোট ১৩আর প্রো মডেলের ডিজাইন রেন্ডার। জানা গেছে ডিভাইসটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে আসবে, যথা – লাইট গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং টাইম ব্লু। এতে বক্সি ফ্ল্যাট এজ ডিজাইন এবং ডিসপ্লের উপরি মধ্যিখানে পাঞ্চ-হোল নচ দেখা যাবে। মনে করা হচ্ছে, আলোচ্য ফোনটিও নোট ১৩ সিরিজের অন্যান্য মডেলের ন্যায় অ্যামোলেড ডিসপ্লে প্যানেল সহ আসবে। রেন্ডারে, রেডমি ব্র্যান্ডিংয়ের এই নয়া হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের বাম কোণায় বড় আকারের ক্যামেরা ইউনিট লক্ষ্যণীয়। এছাড়া ডিভাইসটির ব্যাক প্যানেলে সম্ভবত গ্রেডিয়েন্ট ফিনিশিং দেখা যাবে।

তদুপরি, রেডমি নোট ১৩আর প্রো ফোনের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকবে। বাম দিকে সিম ট্রে লক্ষ্যণীয়। আবার ডিভাইসের উপরের দিকে – একটি IR ব্লাস্টার, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সেকেন্ডারি মাইক্রোফোনের জন্য জায়গা করা আছে। যেখানে কিনা, প্রাথমিক মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল ফোনের নীচ বরাবর অবস্থিত।

Redmi Note 13R Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) পাঞ্চ-হোল নচ (কেন্দ্রীভূত) ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি এমটি৬৮৩৩পি (MT6833P) চিপসেট থাকছে, যা কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ মোবাইল প্ল্যাটফর্ম হতে পারে।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করবে।
  • স্টোরেজ: ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ।
  • রিয়ার ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স (LED ফ্ল্যাশ সহ)।
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি এবং চার্জিং: ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • সিকিউরিটি ফিচার: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • পরিমাপ: ১৬১.১x৭৪.৯৫x৭.৭৩ মিমি।
  • ওজন: ১৭৪ গ্রাম।

Redmi Note 13R Pro এর দাম (সম্ভাব্য)

চীনা টেলিকমের লিস্টিং অনুযায়ী, রেডমি নোট ১৩আর প্রো ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম ১,৯৯৯ RMB / ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) রাখা হবে। এছাড়াও ডিভাইসটি আরো বেশ কয়েকটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যাইহোক, নোট ১৩ সিরিজের এই নয়া হ্যান্ডসেটটি আগামী ২০ই নভেম্বর চীনে আত্মপ্রকাশ করতে চলেছে বলেও উল্লেখ আছে ই-কমার্স পোর্টালটির লিস্টিংয়ে।