২৮ ঘন্টা ব্যাটারি লাইফের সাথে আসবে Samsung Galaxy Buds Pro ইয়ারবাড

১৪ জানুয়ারি লঞ্চ হতে পারে Samsung Galaxy S21 সিরিজ। পাশাপাশি ওইদিন স্যামসাং একটি ইয়ারবাড লঞ্চের কথাও ঘোষণা করবে। Galaxy Buds Pro নামের এই ইয়ারবাডটির বিষয়ে এবার বেশ কিছু তথ্য সামনে এল। টিপস্টার ইশান আগরওয়ালের সহযোগিতায় নাইন্টিওয়ান মোবাইলসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, এই ইয়ারবাডে ANC অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে। এছাড়াও রিপোর্ট থেকে উঠে এসেছে আরও কিছু তথ্য।

Samsung Galaxy Buds Pro ২৮ ঘন্টার ব্যাটারি লাইফের সাথে আসবে। পূর্বসূরি মডেলের সাথে তুলনা করলে আসন্ন এই ইয়ারবাডে ২০ শতাংশ বেশি ব্যাকআপ পাওয়া যাবে। চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, প্রত্যেকটি ইয়ারবাডে থাকবে ৬১ এমএএইচ ব্যাটারি ও এর কেসের ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪৭২ এমএএইচ।

দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য এতে থাকবে ১১ মিমি ব্যাস ড্রাইভার। এএনসির জন্য স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো ৩৫ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেল করতে পারবে। এতে ডুয়াল কানেকশন ফিচার, টাচ কন্ট্রোল, ডলবি এটমস সাপোর্ট, ভয়েস ডিটেকশন ফিচার, এবং IPX7 ওয়াটার রেজিট্যান্স রেটিং থাকতে পারে।

রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের AirPods Max ও AirPads Pro-এর মতো Samsung Galaxy Buds Pro-তে থ্রিডি স্প্যাটিয়াল অডিও ফাংশন থাকবে। তবে এটি তখনই কাজ করবে যখন কানেক্ট করা স্যামসাং ফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.০ থাকবে। স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো ইয়ারবাডের দাম হতে পারে ২৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৬০০ টাকা।