Categories: Audio

Sony WH-CH520: ফুল চার্জে চলবে ৫০ ঘন্টা, সনি লঞ্চ করল নতুন হেডফোন

গত মাসেই ভারতে এসেছে Sony WH-CH720 ওভার-ইয়ার হেডফোন। এখন আবার জাপানি সংস্থাটি আরেকটি নতুন হেডফোন নিয়ে এদেশে হাজির হল, যার নাম Sony WH-CH520। নতুন মডেলটি এর পূর্বসূরীর টোনড ডাউন ভার্সন। এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, বিল্ট-ইন মাইক্রোফোন, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি এবং ৫০ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন Sony WH-CH520 হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sony WH-CH520 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony WH-CH520 হেডফোনের দাম রাখা হয়েছে ৪,৪৯০ টাকা। এটি ব্ল্যাক, ব্লু, বেইজ এবং হোয়াইট কালার অপশনে এসেছে। উল্লেখ্য, সনি এক্সক্লুসিভ স্টোর, জনপ্রিয় অফ লাইফ স্টোর এবং ই-কমার্স পোর্টাল থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই হেডফোনটি।

Sony WH-CH520 -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Sony WH-CH520 হেডফোন এডজাস্টেবল হেডব্যান্ড এবং গোলাকৃতির নরম ইয়ার প্যাড সহ এসেছে। ফলে ইউজার দীর্ঘক্ষণ এটি ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। এর ডান দিকের ইয়ারকাপে পাওয়ার ও ভলিউম বাটন এবং ইউএসবি পোর্ট বর্তমান।

অন্যদিকে, হেডফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০ এমএম ডায়নামিক ড্রাইভার। পাশাপাশি এতে সংস্থার ডিএসইই অডিও টেকনোলজি উপলব্ধ। শুধু তাই নয়! সনি হেডফোন অ্যাপ ব্যবহার করে এই অডিও ডিভাইসের সাউন্ড এবং সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি নয়া হেয়ারেবলটি হ্যান্ডস ফ্রি কলিংয়ের জন্য বিল্ট-ইন মাইক্রোফোন এবং ভয়েস কম্যান্ড সাপোর্ট সহ এসেছে।

এখানেই শেষ নয়! Sony WH-CH520 হেডফোনটি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সেইসঙ্গে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার নিকটবর্তী ডিভাইসের সঙ্গে দ্রুত কানেক্ট হওয়ার জন্য এতে রয়েছে গুগল ফার্স্ট পেয়ার এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। উপরন্তু হেডফোনটিকে একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago