Sony বাজারে আনল দুর্দান্ত হেডফোন, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ রয়েছে নয়েজ ক্যান্সলেশন ফিচার

Sony WH-CH720N আসলে Sony WH-CN710N হেডফোনের উত্তরসূরি হিসেবে এসেছে।

অডিও ব্র্যান্ড Sony আজ লঞ্চ করল নতুন একটি হেডফোন, যার নাম Sony WH-CH720N। নতুন এই অডিও ডিভাইসে রয়েছে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির সাথে ব্লুটুথ ৫.২ সাপোর্ট, নয়েজ ক্যান্সেলিং ফিচার এবং ৩৫ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক Sony WH-CH720N হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony WH-CH720N হেডফোনের দাম ও লভ্যতা

বাজারে Sony WH-CH720N হেডফোনের দাম রাখা হয়েছে ১৫০ ডলার ( প্রায় ১২,৪২৭ টাকা )। ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং বেজ, এই চারটি কালার অপশনে আগামী মাস থেকে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

Sony WH-CH720N হেডফোনের স্পেসিফিকেশন ফিচার

নবাগত Sony WH-CH720N হেডফোনের নাম থেকেই বোঝা যাচ্ছে এটি Sony WH-CN710N হেডফোনের উত্তরসূরি হিসেবে এসেছে। এটি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি ও ব্লুটুথ ৫.২ অফার করবে। তাই অনায়াসে একই সাথে একে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।

অন্যদিকে, প্লেব্যাকের জন্য হেডফোনে ভয়েস কন্ট্রোল এবং ভলিউম অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করবে। এখানে জানিয়ে রাখি, সাশ্রয়ী মূল্যে আসলেও এই হেডফোন ভি১ ইন্টিগ্রেটেড প্রসেসর দ্বারা চালিত। যা সংস্থার ফ্লাগশিপ WH-1000XM5 হেডফোনে ক্লাস লিডিং নয়েজ ক্যান্সেলিং এবং ডিএসইই আপস্কেলিং -এ মুখ্য ভূমিকা পালন করে। সুতরাং বোঝাই যাচ্ছে উন্নতমানের চিপসেট থাকার দরুন বাজেট রেঞ্জের নতুন এই হেডফোন বেশ ভালো পারফরম্যান্স দেবে। পাশাপাশি একে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যুক্ত সবচেয়ে হালকা ওভার দ্য ইয়ার ওয়্যারলেস হেডফোন হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

আবার নয়া হেডফোনের প্রত্যেকটি ইয়ারকাপে থাকছে দুটি মাইক। আর এই মাইকগুলিতে সংস্থার ডুয়াল নয়েজ সেন্সর অ্যালগরিদম কাজ করবে। ফলে ২০ লেভেল পর্যন্ত অ্যাম্বিয়েন্ট সাউন্ড এড়াতে সক্ষম হবে হেডফোনটি। শুধু তাই নয়! হেয়ারেবলটিতে অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল ফিচার উপলব্ধ। তাই বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারকারী তাদের পছন্দমত এএনসি লেভেল সেট করে নিতে পারবেন।

এবার আসা যাক Sony WH-CH720N হেডফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে যে ব্যাটারি ব্যবহৃত হয়েছে তা একবার চার্জে নয়েজ ক্যান্সেলিং ফিচার চালু থাকলে ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে পারবে।