U&i লঞ্চ করল একগুচ্ছ নতুন ইয়ারফোন, দাম শুরু মাত্র ২৫৯ টাকা থেকে

ভারতীয় বাজারে U&i KTV সিরিজের ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। U&i Perfume Box ইয়ারফোনটি পাওয়া যাবে মাত্র ২৫৯ টাকায়

ভারতে পা রাখল U&i সংস্থার নতুন চারটি অডিও ডিভাইস। এগুলি হল বাজেট রেঞ্জের KTV সিরিজ এবং Perfume Box সিরিজ। সেই সঙ্গে থাকছে Jump ইয়ারফোন এবং ENC AIR 06 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। এর মধ্যে KTV সিরিজ এবং Perfume Box সিরিজের ইয়ারফোনে রয়েছে ইনলাইন কন্ট্রোল প্যানেল। পাশাপাশি Jump সিরিজের ইয়ারফোন এর্গোনোমিক ডিজাইন সহ এসেছে। আবার U&i ENC AIR 06 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড একবার চার্জে ৩০ ঘন্টা পর্য্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। চলুন জেনে নেওয়া যাক নতুন অডিও ডিভাইসগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

U&i KTV, Perfume Box, Jump এবং ENC AIR 06 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে U&i KTV সিরিজের ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। U&i Perfume Box ইয়ারফোনটি পাওয়া যাবে মাত্র ২৫৯ টাকায়। আবার U&i Jump সিরিজ ও U&i ENC AIR 06 সিরিজের উভয় ইয়ারফোনের দাম থাকছে ২,৪৯৯ টাকা। এর মধ্যে পারফিউম বক্স ইয়ারফোনটি ব্লু, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক এবং রেড কালারে উপলব্ধ। আবার U&i ENC AIR 06 ইয়ারফোনে পাওয়া যাবে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশন।

U&i KTV, Perfume Box, Jump এবং ENC AIR 06 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত KTV সিরিজের ইয়ারফোনটি ইউএসবি সি ওয়্যার্ড হেডফোন হিসেবে এসেছে, যা জিরো ল্যাটেন্সি এবং মনোরম সাউন্ড আউটপুট অফার করার প্রতিশ্রুতি দেয়। আর এতে থাকছে ১০ এমএম ড্রাইভার এবং ইনলাইন মাইক্রোফোন। এই ইয়ারফোনটি যেকোনো স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, তারযুক্ত Perfume Box বক্স ইয়ারফোনটিকে কম্পিউটার, অডিও প্লেয়ার এবং অন্যান্য পোর্টেবল ডিভাইসের সঙ্গে যুক্ত করা সম্ভব। তাছাড়া এতে রয়েছে ৩.৫ এমএম জ্যাক এবং স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে সিলিকনের ইয়ার টিপ। সেই সঙ্গে ইয়ারফোনটিতে ভলিউমের জন্য ইনলাইন কন্ট্রোল প্যানেল উপলব্ধ। আর কল চলাকালীন নয়েজ এড়িয়ে মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে হাই ফিডালিটি মাইক্রোফোন বর্তমান।

U&i Jump সিরিজ হল একটি ওয়্যার্ড অর্থাৎ তার যুক্ত অডিও ডিভাইস, যাতে থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। তাছাড়া হালকা ওজনের এই ইয়ারফোনটি এর্গোনোমিক ডিজাইন সহ এসেছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

সবশেষে জানাই U&i ENC AIR 06 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে থাকছে ইন-বিল্ট সারাউন্ড সাউন্ড টেকনোলজি। আর একবার চার্জে ইয়ারফোনটি ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাকটাইম অফার করতে পারবে।