দেশীয় কোম্পানির ইয়ারফোন কিনবেন? Wings Phantom 260 সস্তায় বাজারে হাজির

অনলাইন গেমিং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী ভারতীয় সংস্থা Wings এবার নিয়ে আসলো তাদের নতুন Wings Phantom 260 ইয়ারবাড। এতে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩, ওপেন অ্যান্ড অন ফিচার, বোল্ডবেস, স্পিডসিঙ্ক এবং বুলেট চার্জ ছাড়াও ইএনসি টেকনোলজি, লো ল্যাটেন্সি এবং ৩০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। চলুন দেখে নেওয়া যাক নতুন Wings Phantom 260 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 260 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে উইংস ফ্যান্টম ২০৬ গেমিং ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। আজ থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

Wings Phantom 260 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত উইংস ফ্যান্টম ২০৬ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি ম্যাট ফিনিশ ব্ল্যাক বডি চার্জিং কেসের সাথে এসেছে, যাতে রয়েছে গ্রীন এলইডি লাইট। তাছাড়া ইয়ারফোনটিতে পাওয়া যাবে ৪০ এমএস আল্ট্রা লো ল্যাটেন্সি, যা অডিও এবং ভিডিওর মধ্যে উন্নতমানের সিঙ্ক করতে সাহায্য করবে। এমনকি ব্যবহারকারী চাইলেই খুব সহজে এর বাটনে মাত্র ৫ সেকেন্ড ট্যাপ করে স্ট্যান্ডার্ড মোড থেকে গেমিং মোডে পরিবর্তন করতে পারবেন।

অন্যদিকে ইয়ারফোনটিতে কোয়াড মাইকের সাথে রয়েছে ইএনসি টেকনোলজি। উপরন্তু এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম গ্র্যাফেন ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট করবে। যার ট্রান্সমিশন রেঞ্জ ১৫ মিটার পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও ইয়ারফোনটিতে ওপেন অ্যান্ড অন ফিচার উপলব্ধ, যার ফলে এর চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথেই এটি নিকটবর্তী ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এবার আসা যাক Wings Phantom 260 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এই ইয়ারফোনের মাধ্যমে ইউজাররা ৮ ঘন্টা পর্যন্ত একটানা গেমিং সেশন উপভোগ করতে পারবেন। আবার কেস সমেত এটি ৩০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। তাছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১০০ মিনিট পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। এমনকি ইয়ারফোনটির বাটনে স্পর্শ করে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা, মিউজিক ও কল নিয়ন্ত্রণ করা সম্ভব। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX5 রেটিং প্রাপ্ত।