দাম মাত্র ৯৯৯ টাকা, লঞ্চ হল Wings Phantom 410, 420, 430 ও Phantom 440 ইয়ারবাডস

গত মাসের শুরুতেই ভারতে আত্মপ্রকাশ করে Wings সংস্থার Phantom 850 গেমিং ইয়ারবাড। এখন আবার কোম্পানিটি নিয়ে আসলো তাদের নতুন চারটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। Phantom 400 সিরিজের এই ইয়ারফোনগুলি হল Phantom 410, Phantom 420, Phantom 430 এবং Phantom 440। এই অডিও ডিভাইসগুলিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এগুলিতে ১৫ মিটার পর্যন্ত ফাস্ট পেয়ারিং টেকনোলজি সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Phantom 410, Phantom 420, Phantom 430 এবং Phantom 440 ইয়ারফোনগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 410, Phantom 420, Phantom 430 ও Phantom 440 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে উইংস ফ্যান্টম ৪০০ সিরিজের নতুন ফ্যান্টম ৪১০, ফ্যান্টম ৪২০, ফ্যান্টম ৪৩০, ফ্যান্টম ৪৪০ ইয়ারফোনগুলির দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোনগুলি।

Wings Phantom 410, Phantom 420, Phantom 430 এবং Phantom 440 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত উইংস ফ্যান্টম ৪০০ সিরিজের নতুন ইয়ারফোনগুলির মধ্যে ফ্যান্টম ৪১০ এবং ফ্যান্টম ৪৪০ ইয়ারফোন দুটি সাধারণের ব্যবহারের জন্য হলেও ফ্যান্টম ৪২০ এবং ফ্যান্টম ৪৩০ ইয়ারফোন দুটি বিশেষভাবে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। তাছাড়া নতুন ইয়ারফোনগুলিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এগুলিতে ১৫ মিটার পর্যন্ত ফাস্ট পেয়ারিং টেকনোলজি সাপোর্ট করবে। এমনকি ইয়ারফোনগুলিতে রয়েছে নির্দিষ্ট গেমিং মোড, যা ৪০ এমএস পর্যন্ত লো লাটেন্সি অফার করতে সক্ষম। আর নয়া হেয়ারেবলগুলিতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম অডিও ড্রাইভার এবং বোল্ড বেস টেকনোলজি। এর সাথে থাকছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন মোড।

এবার আসা যাক Phantom 410, Phantom 420, Phantom 430 এবং Phantom 440 ইয়ারফোনগুলির ব্যাটারি প্রসঙ্গে। Phantom 410 এবং 440 ইয়ারফোন দুটি চার্জিং কেস সহ ৭০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার Phantom 420, 430 ইয়ারফোন দুটি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করেছে সংস্থাটি। ইয়ারফোনগুলির অন্যান্য আকর্ষণীয় ফিচার হল টাচ কন্ট্রোল, ইয়ারবাড ট্র্যাকিং, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, উইংস সিঙ্ক আপ সাপোর্ট, ইউএসবি টাইপ সি চার্জিং এবং ব্যাটারি ইন্ডিকেটর। সর্বোপরি জলে ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনগুলি IPX5 রেটিং সহ এসেছে।