সুপার ওভারে রুদ্ধশ্বাস জয়! রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স

নির্ধারিত ২০ ওভারে সমানে সমান রান। ম্যাচ গড়াল সুপার ওভারে। এই বার আইপিএলের প্রথম সুপার ওভারই হয়ে উঠল টানটান উত্তেজনায় ভরা এক নাটকীয় লড়াই। তবে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের হাইভোল্টেজ ম্যাচে শেষমেশ জয় তুলে নিল দিল্লি।

প্রথমে ব্যাট করে দিল্লি করে ৫ উইকেটে ১৮৮ রান। চাপের মুখে দলের হাল ধরেন বাংলার তরুণ উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। ব্যাট হাতে অসাধারণ পরিণত মানসিকতার পরিচয় দিয়ে তিনি করেন ৩৭ বলে ৪৯ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। অভিষেক আউট হওয়ার পরে শেষের দিকে রান তোলার গতি বাড়ান অধিনায়ক অক্ষর পটেল ও ট্রিস্টান স্টাবস। অক্ষর করেন ১৪ বলে ৩৪ এবং স্টাবস অপরাজিত থাকেন ১৮ বলে ৩৪ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসও সংগ্রহ করে ৪ উইকেটে ১৮৮ রান। যশস্বী জয়সওয়াল (৩৭ বলে ৫১) ও নীতীশ রানা (২৮ বলে ৫১) দারুণ শুরু এনে দেন। রানা মারেন ৬টি চার ও ২টি ছক্কা। তাকে ছেড়ে দেওয়া নিয়ে ফের প্রশ্নের মুখে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ধ্রুব জুরেল ও শিমরন হেটমেয়ারও।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে রাজস্থান মাত্র ১১ রান তোলে, রিয়ান পরাগ ও যশস্বী রান আউট হন। জবাবে দিল্লি মাত্র ৪ বলেই জয় তুলে নেয় লোকেশ রাহুল ও স্টাবসের ব্যাটে ভর করে।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, জেতা ম্যাচ হাতছাড়া করে হতাশ রাজস্থান। ম্যাচের অন্যতম আলোচিত মুখ অভিষেক পোড়েল, যিনি ধারাবাহিকভাবে প্রমাণ করছেন নিজের দক্ষতা। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনদের সঙ্গে ভারতের উইকেটরক্ষক প্রতিযোগিতায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন।