Tata Nexon EV: টাটার প্রথম বৈদ্যুতিক গাড়ি নতুন নজির গড়ল, বিক্রি হল সাড়ে তেরো হাজারের বেশি

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিগত দু’বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। ইতিমধ্যেই দেশের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী ইলেকট্রিক ভেহিকেলের মুকুট উঠেছে টাটা নেক্সন-এর এই ব্যাটারিচালিত ভার্সনের মাথায়। এবার ১৩,৫০০-এর অধিক নেক্সন ইভি বিক্রি করে ভারতের গাড়ির বাজারে নয়া নজির গড়ল টাটা।

বিক্রির নতুন মাইলস্টোন গড়ার খবরটি টুইট মারফত জানিয়েছে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (Tata Passenger Electric Mobility Limited)। সেই সাড়ে তেরো হাজারের বেশি ক্রেতাকে ইলেকট্রিফাইং সফরের অংশ এবং ইভি বিপ্লবে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে টাটা-র তরফে।

প্রসঙ্গত, ২০২০-এর জানুয়ারিতে টাটা নেক্সন ইভি এ দেশে যাত্রা শুরু করেছিল। সেটাই ছিল সংস্থার প্রথম বিদ্যুৎচালিত গাড়ি। গত বছরের এপ্রিলে ৪,০০০টি টাটা নেক্সন ইভি বিক্রি হওয়ার খবর সামনে এসেছিল। অর্থাৎ গত ১০ মাসে ৯,৫০০-এর বেশি নেক্সন ইভি বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে টাটা। তার কৃতিত্বের কিছুটা অবশ্য জ্বালানি তেলের উর্দ্ধমুখী দামেরও প্রাপ্য।

মডেল অনুযায়ী, নেক্সন ইভি-র দাম বর্তমানে ১৪.২৯ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১৬.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি একটা পার্মানেন্ট ম্যাগনেট এসি মোটর এবং ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে। ইলেকট্রিক মোটরটির আউটপুট ১২৭ বিএইচপি ও ২৪৫ এনএম। নেক্সন ইভি ৯.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে পারে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার।

টাটা নেক্সন ইভি আইপি৬৭ রেটেড ওয়াটারপ্রুফ ব্যাটারি প্যাকের সাথে এসেছে। টাটা গাড়িটির সাথে ৩.৩ কিলোওয়াট অনবোর্ড চার্জার অফার করে। যা ৮ ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম৷ আবার ২৫ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার দিয়ে এক ঘন্টায় ৮০ শতাংশ চার্জ করা যায়। একচার্জে পাড়ি দেওয়া যায় ৩১২ কিলোমিটার পথ (এআরএআই সার্টিফায়েড রেঞ্জ)।

নেক্সন ইভি তিনটি রঙের বিকল্পে উপলব্ধ – সিগনেচার টিল ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, এবং মুনলাইট সিলভার। আবার সম্প্রতি টাটা একটি ডার্ক এডিশন চালু করেছে। এতে গাড়িটি স্টাইলিশ মিডনাইট ব্ল্যাক শেডে পাওয়া যাবে। গাড়িটির ফিচারগুলির মধ্যে এলইডি ডিআরএল ও টেললাইট, ইলেকট্রিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল, অটোমেটিক হেডল্যাম্প, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য।

এদিকে টাটা কিছু না বললেও চলতি বছরের শেষে নেক্সন ইভি-র ফেসলিফ্ট ভার্সন বাজারে চলে আসবে বলে মনে করা হচ্ছে। আসলে হালে আপডেটেড নেক্সন ইভি-র এক ক্যামোফ্লাজড ভার্সন রাস্তায় স্পট করা হয়েছে। অনুমান, এতে আরও বড় ব্যাটারি প্যাক থাকতে পারে। এছাড়াও, আপডেটেড মডেলটির পিছনে ডিস্ক ব্রেক দেখা গিয়েছে। যা ইঙ্গিত করছে, বর্তমান মডেলের তুলনায় আপকামিং মডেল সুপারিওর পারফরম্যান্স অফার করবে।