Redmi Note 15 Master Pixel Edition ভারতে লঞ্চ হচ্ছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন এই ফিচার

Redmi তাদের জনপ্রিয় Note সিরিজে নতুন মডেল অন্তর্ভুক্ত করতে চলেছে। এবার ভারতে আসতে চলেছে Redmi Note 15 এর Master Pixel Edition। এই বিশেষ এডিশনে আরও ভালো ক্যামেরা থাকবে। সম্প্রতি একটি ভিডিও টিজার প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছে রেডমি ইন্ডিয়া। টিজার থেকে Redmi Note 15 Master Pixel Edition এর ক্যামেরা ছাড়াও আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে। লঞ্চের পর ডিভাইসটি Amazon থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।

Redmi Note 15 Master Pixel Edition আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে

টিজার থেকে জানা গেছে, আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১৫ মাস্টার পিক্সেল এডিশন। এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এর সাথে ডিভাইসটি কার্ভড ডিসপ্লে, মেটালিক ফ্রেম ও পাতলা বডি অফার করবে।

Redmi Note 15 Master Pixel Edition এর অন্যান্য ফিচার

অফিসিয়াল টিজার থেকে আর অন্য কোনো তথ্য সামনে না এলেও, টিপস্টার যোগেশ ব্রার Redmi Note 15 এর নতুন ভার্সনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি, Master Pixel Edition মডেলে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে, যদিও চীনা মডেলের মতো এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর থাকবে কিনা তি টিপস্টার নিশ্চিত করেননি।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 Master Pixel Edition পাবে বড় ৫৫০০ এমএএইচ+ ব্যাটারি। এটি হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। যদিও এর সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগেই বলেছি যে, এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।