Categories: Automobile

Kawasaki-কে জোর টক্কর, দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করল Suzuki

আজকালকার দিনের ট্রেন্ড অনুযায়ী অ্যাডভেঞ্চার বাইকের চাহিদা অনেকটাই বেশি। ভারতের মাটিতো বটেই এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিশিষ্ট এই সমস্ত অ্যাডভেঞ্চার বাইকগুলি। সম্প্রতি Kawasaki-কে টেক্কা দিতে আমেরিকার লঞ্চ হয়েছে Suzuki V-Storm 800 এর আপডেটেড ভার্সন। বাইকটি সেখানে স্ট্যান্ডার্ড এবং ট্যুরিং ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। নতুন মডেলে যান্ত্রিক পরিবর্তনের পাশাপাশি ডিজাইনের নিরিখে বেশ কিছু নতুনত্ব চোখে পড়বে। এক নজরে দেখে নেওয়া যাক 2024 Suzuki V-Storm 800-এর খুঁটিনাটি।

সুজুকির এই অ্যাডভেঞ্চার বাইকটির নবতম সংস্করণে বডি প্যানেলের কাজ অপরিবর্তিত থাকলেও যুক্ত হয়েছে নতুন পেইন্ট স্কিম। স্ট্যান্ডার্ড ভার্সনে মেটালিক ম্যাট স্টিল গ্রিন রংটি উপলব্ধ থাকলেও ট্যুরিং মডেলে গ্লাস স্পার্কেল ব্ল্যাক রঙে কিনতে পাওয়া যাবে। বাইকটির একদম সামনের দিকে স্বচ্ছ উইন্ডস্ক্রিনের ঠিক পিছনে লাগানো অনুভূমিক এলইডি প্রজেক্টর লাইটগুলি বেশ আকর্ষণীয়। এক কথায় Suzuki V-Storm 800-এর পূর্বে থাকা ছিমছাম স্টাইলের বডি ওয়ার্ক এবারেও দেখতে পাওয়া যাবে।

2024 Suzuki V-Storm 800: ইঞ্জিন স্পেসিফিকেশন

নতুন Suzuki V-Storm 800 বাইকটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ৭৭৬ সিসির প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। লেটেস্ট মমডেলের ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা না হলেও পূর্বে এটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক ছিল যথাক্রমে ৮৩ বিএইচপি এবং ৭৮ এনএম। সঙ্গে ছ’টি গিয়ার মিলতো।

2024 Suzuki V-Storm 800: সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম

সাসপেনশনের দায়িত্ব সঠিকভাবে সামলানোর জন্য বাইকটির সামনের দিকে Showa বিগ পিস্টন ফর্ক এবং পিছনে Showa প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং ব্যবস্থা উন্নততর করার জন্য সামনের ও পিছনের দিকে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সহ ৩১০ মিমি ও ২৬০ মিমি ডিস্ক সংযুক্ত রয়েছে। এছাড়াও Suzuki V-Storm 800 এর সামনের দিকে ১৯ ইঞ্চি এবং পিছনের দিকে ১৭ ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা দেখতে পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই ডানলপের টায়ার ব্যবহার করেছে সুজুকি।

উপরন্ত এই অ্যাডভেঞ্চার বাইকটির অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাঁচ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ট্র্যাকিং কন্ট্রোল করার জন্য সুজুকির নিজস্ব ইন্টেলিজেন্টের রাইড সিস্টেম, ডুয়েল চ্যানেল এবিএস, রাইডিং মোড, ইজি স্টার্ট এবং লো আরপিএম অ্যাসিস্ট। এছাড়াও ট্যুরিং ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড হিসাবে লক যুক্ত বক্স সংযুক্ত করা থাকছে।

2024 Suzuki V-Storm 800: দাম

আমেরিকায় 2024 Suzuki V-Storm 800 এর স্ট্যান্ডার্ড ভার্সনের মূল্য ৯,৮৯৯ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৮.২২ লাখ টাকা। অন্যদিকে, ট্যুরিং ভ্যারিয়েন্টের জন্য খরচ হবে ১০,৪৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সেটির দাম প্রায় ৮.৭২ লক্ষ টাকা। অ্যাডভেঞ্চার বাইকটি আগামী বছরের শুরুতে বা এই বছরের শেষে ভারতে লঞ্চ হবে বলে অনুমান।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago