Ampere NXG: অবশেষে স্বপ্নপূরণ হচ্ছে নতুন প্রজন্মের! গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে এই হাই-টেক স্কুটি

জ্বালানি তেলে চালিত যানবাহনের সাথে পাল্লা দিয়ে লঞ্চ হচ্ছে নিত্যনতুন সব ইলেকট্রিক ভেহিকেল। ২০২৪-এর প্রথম থেকেই নতুন মডেল লঞ্চের কর্মধারা শুরু হয়ে গিয়েছে। যা বছরভর…

জ্বালানি তেলে চালিত যানবাহনের সাথে পাল্লা দিয়ে লঞ্চ হচ্ছে নিত্যনতুন সব ইলেকট্রিক ভেহিকেল। ২০২৪-এর প্রথম থেকেই নতুন মডেল লঞ্চের কর্মধারা শুরু হয়ে গিয়েছে। যা বছরভর চলবে। এবার দেশের অন্যতম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা অ্যাম্পিয়ার (Ampere) একটি হাই-টেক বৈদ্যুতিক স্কুটার লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। আসন্ন মডেলটি NXG নামে বাজারে পা রাখতে পারে। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে টিজার প্রকাশ করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে সংস্থা।।

Ampere NXG আসছে বাজারে

Ampere NXG নিঃসন্দেহে ডিজাইনের দিক থেকে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে। বলা ভাল নবীন প্রজন্মকে লক্ষ্য করেই লঞ্চ হবে এটি। সামনের অংশে এলইডি হেড ল্যাম্প ও অ্যাপ্রন মাউন্টেড টার্ন ইন্ডিকেটরের দেখা মিলেছে। সঙ্গে মিলবে কার্বন ফাইবারের ফিনিশিং। ওয়েবসাইটে প্রকাশিত টিজার ছবিতে স্কুটারটির ব্যাটারি প্যাক সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে। চালকের সিটের নিচে এলএফপি ব্যাটারি প্যাক থাকবে। চার্জিং স্পিড বেস্ট ইন ক্লাস বলে দাবি অ্যাম্পিয়ার কোম্পানির।

অ্যাম্পিয়ার এনএক্সজি স্কুটারটিতে সমান ফ্লোরবোর্ডের দেখা মিলেছে। এতে সামনের পা রাখার অংশে যে বেশি জায়গা পাওয়া যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। Ampere NXG-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল।

উপরিউক্ত বৈশিষ্ট্য ছাড়াও অ্যাম্পিয়ার এনএক্সজি ই-স্কুটারে থাকছে বেল্ট ড্রাইভ মোটর সহ চারটি রাইডিং মোড। হার্ডওয়্যার হিসেবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার স্প্রিং এবং ডিস্ক ব্রেক বর্তমান। প্রসঙ্গত, অ্যাম্পিয়ার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তাদের NXG ই-স্কুটারের রাইড চালাচ্ছে। ট্রায়াল শেষ হলেই লঞ্চের ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।