একমাত্র Flipkart দিচ্ছে সুবিধা, ঘরে বসে কিনুন নামী সংস্থার ইলেকট্রিক স্কুটার, এক চার্জে 121 কিমি, দাম?

বিশ্বব্যাপী করোনা অতিমারির করাল গ্রাসের কালে যে কোনো জিনিস কেনাকাটার জন্য মানুষের অনলাইন নির্ভরশীলতা কয়েকগুণ বাড়তে দেখা গিয়েছে। লকডাউনে ঘরবন্ধী অসহায় গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় থেকে ভোগ সামগ্রী সরবরাহ করে চাহিদা জোগান দিয়েছিল ই-কমার্স সংস্থাগুলি। আবার করোনা পরবর্তী সময়েও সেই ধারা অনেকাংশেই জারি রয়েছে। অনলাইনে পণ্য কেনাকাটার একসময়কার অভ্যাস কাঁটাতে নারাজ অনেকেই। সে কথা বিবেচনা করে ই-কমার্স সংস্থাগুলির পণ্যের তালিকায় চাল-ডাল-তেল-নুন থেকে শুরু করে টিভি, রেফ্রিজারেটর, স্মার্টফোন সহ হরেক ইলেকট্রনিক গ্যাজেট সংযোজিত হয়েছে। এমনকি ইদানিং ইলেকট্রিক স্কুটারও পাওয়া যাচ্ছে অনলাইনে। উদাহরণস্বরূপ বলা যায়, জুলাইয়ে ফ্লিপকার্ট (Flipkart) ই-কমার্স সাইটে বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) তাদের E1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। এবারে সেই পথ অবলম্বন করল অ্যাম্পিয়ার (Ampere)।

গ্রীভস কটন লিমিটেড (Greaves Cotton Limited)-এর ইলেকট্রিক স্কুটার তৈরির শাখা অ্যাম্পিয়ার এবারে ফ্লিপকার্টের সাথে গাটছড়া বাঁধার কথা ঘোষণা করল। যার অধীনে সংস্থাটি তাদের বেস্ট সেলিং ই-স্কুটার Ampere Magnus EX, ফ্লিপকার্টে লঞ্চ করেছে। অর্থাৎ গ্রাহকরা এবার থেকে এক্স-শোরুম মূল্য প্রদান করে ফ্লিপকার্ট থেকেও স্কুটারটি কিনতে পারবেন। পরীক্ষামূলক ভাবে আপাতত বেঙ্গালুরু, কলকাতা, জয়পুর এবং পুণেতে এই সুবিধা চালু করা হয়েছে।

Magnus EX-এ বিভিন্ন রাজ্য সরকারের ভর্তুকি ও অন্যান্য সুবিধা উপলব্ধ বলে জানিয়েছে সংস্থা। ফ্লিপকার্ট থেকে বুক করার পর স্থানীয় ডিলারশিপের তরফে গ্রাহকদের সাথে আরটিও-তে নথিভুক্তকরণ, বীমা এবং ডেলিভারির বিষয় নিয়ে যোগাযোগ করা হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া বুকিংয়ের ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। নিকটবর্তী ডিলারশিপ থেকেই ডেলিভারি পাওয়া যাবে।

এই প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির কার্যনির্বাহী আধিকারিক এবং সিইও সঞ্জয় বেহল বলেন, “ফ্লিপকার্টের সাথে অংশীদারিত্বের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে Ampere Electric Scooter দেশের সমস্ত প্রান্তের গ্রাহকদের ডেলিভারি করতে সুবিধা হবে।

উল্লেখ্য, ২.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ২১০০ ওয়াট মোটর-সহ এসেছে Ampere Magnus EX। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৬ ঘন্টা। মোটরের সর্বোচ্চ আউটপুট ১৮ এনএম এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিমি। সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ১২১ কিমি। ফিচারের তালিকায় স্পিডোমিটার, ওডোমিটার, টেলিস্কোপিক ফর্ক, ডুয়েল রিয়ার কয়েল স্প্রিং, কম্বি ব্রেকিং সিস্টেম, হ্যালোজেন হেডল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর রয়েছে। ফ্লিপকার্টে ইলেকট্রিক স্কুটারটির দাম ৭৭,২৪৯ টাকা ধার্য করা হয়েছে। আর নথিভুক্তি-সহ অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত ১৩,৮০০ টাকা ব্যয় করতে হবে কলকাতাবাসীকে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago