Ather 450 Apex price increased by rs 6000 now starts at rs 1 95 lakh

Ather 450 Apex: স্পোর্টস বাইক এখন সস্তা, এই স্কুটারের দাম বেড়ে হল 1.95 লাখ টাকা!

Ather 450 Apex ইলেকট্রিক স্কুটার কেনার খরচ বাড়ল। ইন্ট্রোডাক্টরি প্রাইস শেষ হওয়ায় এখন এটি কিনতে খরচ পড়বে 1.95 লাখ টাকা (এক্স-শোরুম)। লিমিটেড এডিশন হওয়ার কারণে অক্টোবর পর্যন্ত উৎপাদন চলবে।

দশ বছর পূর্তি উপলক্ষ্যে গত জানুয়ারিতে ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্কুটার লঞ্চ করেছিল এথার এনার্জি (Ather Energy)। নাম রাখা হয়েছিল 450 Apex। লঞ্চের সময় দাম ছিল ১.৮৯ লাখ। কিন্তু ইন্ট্রোডাক্টরি প্রাইস শেষ হওয়ার কারণে Ather 450 Apex-এর দাম ৬,০০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন এথার এনার্জির সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক এই বৈদ্যুতিক স্কুটার কিনতে খরচ পড়বে ১.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারের দাম বাড়ল

চমৎকার পারফরম্যান্স এবং ডিজাইন থাকা সত্ত্বেও আগামী অক্টোবরে Ather 450 Apex-এর উৎপাদন বন্ধ করতে চলেছে সংস্থা। কারণ এটি লিমিটেড এডিশন মডেল। ইন্ডিয়াম ব্লু কালারের সাথে হুইল, লোগো এবং ফ্রেমে অরেঞ্জ হাইলাইট সকলের নজর কাড়ে। আবার ট্রান্সপারেন্ট সাইড প্যানেল লুকসে আলাদা মাত্রা যোগ করেছে।

Ather 450 Apex-এ রয়েছে উচ্চ ক্ষমতার ইলেকট্রিক মোটর, যা থেকে ৭ কিলোওয়াটের পিক পাওয়ার তৈরি হয়। স্ট্যান্ডার্ড মডেলের থেকে এটি ০.৬ কিলোওয়াট বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। নতুন Warp+ মোডে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ তোলা যায়। আবার ২.৯ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টা স্পিড উঠবে। এথারের দাবি, স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় রোল-অন অ্যাক্সেলারেশন ৩০% বেশি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে Ather 450 Apex-এ উপস্থিত অ্যাডভান্স রি-জেনারেটিভ ব্রেকিং। স্ট্যান্ডার্ড মডেলের রেঞ্জ যেখানে ১৫০ কিলোমিটার, সেখানে ‘ম্যাজিক টুইস্ট’ এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এটি ফুল চার্জে ১৫৭ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। সঙ্গে মিলবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। আবার স্কুটারের সাথে মানানসই স্পেশাল এডিশন হেলমেট পাবেন ক্রেতারা।