Ather 450X: জুন থেকে দাম বাড়ছে, 32,500 টাকা সস্তায় ই-স্কুটার কেনার শেষ সুযোগ, মিস করলে লস

দেশের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি এথার এনার্জি (Ather Energy) সামনের মাস থেকে ত ই-স্কুটারের দাম বাড়তে চললছে বলে ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে, আগামী ১ জুন থেকে Ather 450X-এর মূল্য বাড়তে চলেছে। তাই ৩১মে পর্যন্ত কেন্দ্রের ফেম-২ প্রকল্পের পুরনো ভর্তুকি ধরে ক্রেতারা স্কুটারে ৩২,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তবে জুনের প্রথম দিন থেকে মূল্য বেড়ে ঠিক কত টাকা হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Ather Energy-র 450X ই-স্কুটারের দাম বাড়ছে

এথার এনার্জি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, কেন্দ্র ফেম-২ প্রকল্পে বরাদ্দের কমিয়ে দেওয়ার আগে অর্থাৎ ৩১ মে’এর মধ্যেই যাতে আগ্রহী ক্রেতারা স্কুটার কিনে নেন। সে ক্ষেত্রে তাঁরা ৩২,৫০০ টাকা সাশ্রয় করা যাবে। সংস্থার সিইও তরুণ মেহতা বলেন, ২০১৯-এ ইলেকট্রিক টু হুইলারে ৩০,০০০ টাকার ভর্তুকি দেওয়া হতো। ২০২১-এ তা বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হয়। ২০২৩-এ সেটি কমিয়ে ২২,০০০ টাকা করা হচ্ছে। ফলে ৩৮,০০০ টাকা ভর্তুকি কমে যাওয়ার প্রভাব পড়বে ইলেকট্রিক স্কুটারের মূল্যে।

১ জুন থেকে দেশের ভারী শিল্প মন্ত্রক ইলেকট্রিক টু-হুইলারে কিলোওয়াট পিছু সাবসিডির পরিমাণ কমিয়ে এক্স-শোরুম মূল্যের সর্বাধিক ১৫ শতাংশ করতে চলেছে। এই প্রসঙ্গে মেহতার বক্তব্য, কেন্দ্রের ভর্তুকির পরিমাণের ওপর নির্ভরশীল না থেকে, দেশের ইলেকট্রিক টু-হুইলার শিল্প নিজের পায়ে দাঁড়াক। ফলে দেশের ২৪টি ইলেকট্রিক টু-হুইলার নির্মাতাকে বাধ্য হয়ে বিভিন্ন মডেলের দাম বাড়াতে হতে পারে।

বিগত কয়েক বছরে কেন্দ্রের ফেম প্রকল্পের জন্য দেশের ইলেকট্রিক ভেহিকেল শিল্পে জোয়ার এসেছে। কারণ এক ঝটকায় অনেকটাই দাম কমতে দেখা গেছে। পরবর্তীতে ফেম-২ প্রকল্প চালু হওয়ার ফলে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়। যার সুফল মিলেছে হাতেনাতে। সামনের মাস থেকেই ভর্তুকির পরিমাণ কমতে চলেছে। ফলে একপ্রকার প্রমাদ গুণছে কোম্পানিগুলি।