এত ফিচার্স খুব কম ব্যাটারি স্কুটারেই আছে, বাজার কাঁপাচ্ছে Ather Energy-র চমকপ্রদ টু-হুইলার
ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করতে ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার নির্মাতা এথার এনার্জি সম্প্রতি তাদের পোর্টফোলিও ঢেলে...ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করতে ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার নির্মাতা এথার এনার্জি সম্প্রতি তাদের পোর্টফোলিও ঢেলে সাজিয়েছে। লাইনআপ থেকে বাদ পড়েছে বহু মানুষের দীর্ঘদিনের পথ চলার সাথী Ather 450 Plus। পরিবর্তে এর জায়গা দখল করেছে Ather 450X Pro Pack ভার্সন। আবার 450X-এর থেকে কিছু বৈশিষ্ট্য কাটছাঁট করে সবচেয়ে সস্তায় একটি বেস মডেল লঞ্চ করা হয়েছে। এই প্রতিবেদনে 450X Pro Pack নিলে অতিরিক্ত কী কী সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কে বিশদে জেনে নেব আমরা।
Ather 450X Pro Pack: রাইডিং মোড ও চার্জিং টাইম
এথার ৪৫০এক্স প্রো প্যাক-এ পাঁচ ধরনের রাইডিং মোড অফার করা হয়েছে – র্যাপ, স্পোর্ট, রাইড, ইকো এবং স্মার্টইকো। মোড অনুযায়ী প্রতি চার্জে রাইডিং রেঞ্জ আলাদা আলাদা। যেমন ইকো-তে ১০৫ কিলোমিটার, রাইড মোডে ৮৫ কিলোমিটার, স্পোর্ট মোডে তা কমে হয় ৭৫ কিলোমিটার, এবং র্যাপ মোডে ৬৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।
প্রো প্যাক মডেলটিতে চার্জিং টাইম অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে এথার এনার্জি। বেস মডেল ১০০% চার্জ হতে যেখানে ১৫ ঘণ্টা ২০ মিনিট সময় লাগতো, তা প্রো প্যাকে ৫ ঘন্টা ৪০ মিনিটে কমিয়ে আনা হয়েছে। আবার ০-৮০% চার্জিং টাইম ১২ ঘন্টা ১৫ মিনিট থেকে কমিয়ে ৪ ঘন্টা ৩০ মিনিট করা হয়েছে।
Ather 450X Pro Pack : এথার গ্রিড এবং পার্ক অ্যাসিস্ট
Pro Pack-এর গ্রাহকরাও সংস্থার ফাস্ট চার্জিং নেটওয়ার্ক থেকে পরিষেবা পাবেন। যা এথার গ্রিড নামে পরিচিত। ভারতের মধ্যে এটি দ্রুত গতিতে বর্ধনশীল অন্যতম চার্জিং নেটওয়ার্ক। ব্যাটারিতে ০-৫০% চার্জ থাকলে এথার গ্রিড ১.৫ কিমি/মিনিটের চার্জ যোগ করতে পারে। আবার ৫০-৮০% চার্জ থাকলে প্রতি মিনিটে এক কিলোমিটার পথ চলার শক্তি প্রদান করে গ্রিড।
আবার প্রো প্যাক মডেলটিতে পার্ক অ্যাসিস্ট উপলব্ধ আছে। যা স্কুটার রিভার্সিংয়ের সময় চালককে বিশেষ ভাবে সহায়তা করে। স্কুটারটি পার্ক থাকা অবস্থায় চালক পার্কিং স্পেস থেকে বেরোতে চাইলেও এটি কাজে আসে।
Ather 450X Pro Pack : অটো হোল্ড ও ব্যাটারি ওয়ারেন্টি
অটো হোল্ড হল এমন এক অত্যাধুনিক ফিচার, যেটি খাড়া রাস্তায় ওঠা অথবা নামার সময় স্কুটারকে গড়িয়ে পড়তে দেয় না। এর জন্য থ্রটেল ব্যবহার করতে হয় না। এথার তাদের এই ফ্ল্যাগশিপ স্কুটারে ৩ বছর অথবা ৩০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) থেকে ওয়ারেন্টি বাড়িয়ে ৫ বছর অথবা ৬০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) করা হয়েছে।
Ather 450X Pro Pack : ফিচার্স ও দাম
কলকাতায় বর্তমানে Ather 450X Pro Pack-এর মূল্য ১,৪৬,৪৭০ টাকা (এক্স-শোরুম)। এতে ফিচার হিসেবে রয়েছে এমবেডেড সিম, ব্লুটুথ, অ্যাডাপ্টিভ স্কিন ব্রাইটনেস ও থিম, গাইড মি হোম লাইট, অটোকাট টার্ন ইন্ডিকেটর এবং মিউজিক ও কল কন্ট্রোল। এছাড়া রয়েছে অনবোর্ড নেভিগেশন ও ম্যাপ, ডকুমেন্ট স্টোরেজ, মোবাইল অ্যাপ্লিকেশন, ওটিএ আপডেট, রাইড স্ট্যাটিসটিকস, ট্র্যাকিং, রিমোট চার্জিং মনিটরিং এবং ট্রিপ প্ল্যানার।