ইলেকট্রিক স্কুটারে 90,000 টাকা ছাড়, মহা লুটের অফার ঘোষণা করল Ather Energy, জলদি করুন
গত সপ্তাহে ভারতের নামজাদা ইলেকট্রিক টু-হুইলার সংস্থা এথার এনার্জি (Ather Energy) তাদের বেস্ট-সেলিং 450X ই-স্কুটারটি নয়া...গত সপ্তাহে ভারতের নামজাদা ইলেকট্রিক টু-হুইলার সংস্থা এথার এনার্জি (Ather Energy) তাদের বেস্ট-সেলিং 450X ই-স্কুটারটি নয়া কালার অপশন সহ লঞ্চ করেছে। নতুন পেইন্ট স্কিম ছাড়াও আপডেটের তালিকায় যোগ হয়েছে অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য। আবার চালককে রাইডিং কালে অধিক স্বাচ্ছন্দ্য দিতে সিটের আকৃতিতে বাড়ানো হয়েছে। নতুন মডেল আপডেটের ফলে ক্রেতা মহলে উচ্ছ্বাস প্রকাশ পেলেও, এথারের প্রথম প্রজন্মের স্কুটারের গ্রাহকদের হতাশার ছাঁয়া গ্রাস করেছে। কারণ তারা তৃতীয় প্রজন্মের Ather 450X-এর বাড়তি কোন সুবিধাই উপভোগ করতে পারছেন না। তবে তাদের জন্য খুশির খবর শোনালো এথার। কী শুনবেন?
এথারের নতুন কর্মসূচীর আওতায় বলা হয়েছে তাদের প্রথম প্রজন্মের 450 ই-স্কুটারের গ্রাহকরা তাদের তিন বছরের বেশি পুরনো মডেলের সাথে ৮০,০০০ টাকা (এক্স-শোরুম) জমা করলেই সদ্য লঞ্চ হওয়া নতুন মডেল বাড়ি নিয়ে যেতে পারবেন। সংস্থাটি তাদের কমিউনিটি দিবসের দিন থার্ড জেনারেশনের ৪৫০এক্স-এর বিভিন্ন আপগ্রেডের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ঘোষণা করেছে।
এথার আরও বলেছে, Gen 1 স্কুটারের প্রথম ১,০০০ গ্রাহক নতুন লঞ্চ হওয়া মডেলটি অতিরিক্ত ১০,০০০ টাকার ডিসকাউন্ট সমেত ৭০,০০০ টাকায় আপডেটেড Ather 450X Gen 3 এর সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবেন। আবার 450-এর সে সকল গ্রাহকের স্কুটারের বয়স তিন বছরের কম, তারা ৯০,০০০ টাকায় নতুন সংস্করণটির মালিকানা গ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে তারা পেয়ে যাবেন স্কুটারের বর্তমান দামের থেকে ৮০,০০০ টাকা কমে। তবে এটি প্রথম দিকের গ্রাহকদের জন্যই প্রযোজ্য বলে শর্তাবলী চাপিয়েছে সংস্থা।
২০২৩-এর মার্চ পর্যন্ত উপরিউক্ত সকল অফার বৈধ থাকার সময়সীমা ধার্য করা হয়েছে। বর্তমানে সংস্থাটির ঝুলিতে তৃতীয় প্রজন্মের দুটি স্কুটার রয়েছে – Ather 450 Plus ও 450X। এদের মূল্য যথাক্রমে ১.৩৭ লক্ষ টাকা ও ১.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে কমিউনিটি দিবসে এথার স্কুটারের নতুন কালার অপশন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছে। যেমন সফটওয়্যার এবং ফার্মওয়্যার-এ পরিবর্তন নয়া AtherStack 5.0, নতুন সিট, রিওয়ার্কড ইউজার ইন্টারফেস, নতুন মার্চেন্ডাইজ এবং অ্যাক্সেসরিজ।
ওইদিন এথার ব্যাটারি উপর এক্সটেন্ডেড ওয়ারেন্টি ঘোষণা করেছে। ৬,৯৯৯ টাকা দিলেই ব্যাটারিতে রয়েছে ৫ বছর অথবা ৬০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে)-এর যুক্ত হবে। বর্তমানে দেশের ৭০টি শহরে ৮৯টি এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে এথারের। আবার তারা ৮৫০-এর বেশি ফাস্ট চার্জার ইনস্টল করেছে বলে খবর।