স্মার্ট ইলেকট্রিক স্কুটারের পথিকৃৎ Ather এর নতুন শোরুম উদ্বোধন হল, পেট্রলের পাশাপাশি বাঁচবে পরিবেশ

আজকালকার দিনে শুধুমাত্র আপনার হাতের ফোনটি স্মার্ট নয় বরং আপনার সামনে থাকা টেলিভিশন থেকে শুরু করে ঘরের এসি কিংবা বাথরুমের গিজার সবকিছুই কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে স্মার্টনেসের পরিচয় বহন করে। এমনকি আপনি যদি ব্যাটারি চালিত স্কুটার কিনতে চান সেক্ষেত্রেও স্মার্ট স্কুটারের অপশন নিয়ে হাজির অনেক সংস্থা। তাদের মধ্যে অন্যতম সেরা বেঙ্গালুরু কেন্দ্রিক স্টার্টআপ ব্র্যান্ড এথার এনার্জি (Ather Energy)। গত ২০২০ সালেই তাদের সৌজন্যে বাজারে আসে দুটি বৈদ্যুতিক স্কুটার 450X এবং 450 Plus। এমনকি চলতি বছরেই লঞ্চ করে Ather 450X-র তৃতীয় প্রজন্মের সংস্করণ যা আক্ষরিক অর্থেই একটি অত্যাধুনিক প্রযুক্তির স্কুটার।

চলতি বছর জন্মস্থান থেকে ব্যবসার পরিধি বাড়ানোর পথে দ্রুত অগ্রসর হয়েছে এথার। বছরের শেষ নতুন আউটলেট হিসাবে গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরে একটি নতুন শোরুম উদ্বোধন কফেছে এই সংস্থা। আর্কেড অটোর সাথে যৌথভাবে চালু হয়েছে আউটলেটটি।

অন্ধ্রপ্রদেশে এই নিয়ে তাদের চতুর্থ শোরুম এটি। এর আগে সেই রাজ্যের অন্তর্গত বিজয়ওয়াড়া, তিরুপতি এবং বিশাখাপত্তনমে তিনটি আলাদা আউটলেট চালু করেছিল এছাড়া। এই সবকটি শোরুম থেকেই তাদের ফ্লাগশিপ ইলেকট্রিক স্কুটার 450X Gen 3 এবং 450 Plus এর বিক্রি এবং টেস্ট রাইডের সমস্ত রকম সুবিধায় পাবেন গ্রাহকরা।

এথার এনার্জির চিফ বিজনেস অফিসার রভনীত ফোকেলা এই প্রসঙ্গে বলেন, “অন্ধ্রপ্রদেশ বরাবরই দেশ লাভজনক একটি ব্যবসা ক্ষেত্র। বিশাখাপত্তনমে আমাদের প্রথম শোরুমটি চালু হওয়ার পর থেকেই সমস্ত রাজ্যের গ্রাহকদের আমাদের স্কুটারের প্রতি প্রচণ্ড উৎসাহ লক্ষ্য করেছি। ব্যাটারি চালিত যানবাহন সম্পর্কে এখানে যথেষ্ট চাহিদা রয়েছে এবং নেলোরের এই এক্সপেরিয়েন্স সেন্টার সেই চাহিদা পূরণ করার পাশাপাশি Ather 450X মডেলটি গ্রাহকদের আরো কাছে পৌঁছাতে সাহায্য করবে।”

প্রসঙ্গত, চলতি বছরের দ্বিতীয় অর্ধের একদম শুরুতেই Ather 450X-র তৃতীয় প্রজন্মের সংস্করণ লঞ্চ করা হয় আমাদের দেশে। নতুন এই সংস্করণে মডেলটির বহিরঙ্গে কোন পরিবর্তন না করা হলেও বদলেছে ব্যাটারির সক্ষমতা। সাথে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। বর্তমানে এই থার্ড জেনারেশনে মোট পাঁচটি রাইডিং মোড যুক্ত হয়েছে- ওয়ারপ, স্পোর্ট, রাইড, ইকো এবং স্মার্ট ইকো।

তবে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো এর রাইডিং রেঞ্জ এবং টপ স্পিড। আগে এথারের এই স্কুটারটি এক চার্জে ৮৫ কিমি চলতে পারলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ১০৫ কিমি। তবে আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে সর্বোচ্চ রাইডিং রেঞ্জ ১১৬ কিমি থেকে বেড়ে হয়েছে ১৪৬ কিমি। যদিও এর প্রধান কৃতিত্ব অধিক সক্ষমতার ব্যাটারির। পূর্বের মডেলে ২.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকলেও নতুন প্রজন্মের এই মডেলে রয়েছে ৩.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক।

বর্তমানে এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৯০ কিমি। ঘরের সাধারণ চার্জার দিয়ে এর মধ্যে থাকা ব্যাটারিটি ০-৮০% পর্যন্ত চার্জ করতে সময় লাগে ৪ ঘন্টা ৩০ মিনিট। এছাড়াও এথারের এই স্কুটারটির সামনে ও পিছনে যথাক্রমে ২০০ মিমি ও ১৯০ মিমির ডিস্ক ব্রেক লাগানো রয়েছে। রিজেনারেটিভ ব্রেকিং সহ কম্বাইন্ড বেকিং সিস্টেম উপলব্ধ রয়েছে এতে।

এর পাশাপাশি ২০২২ সালের এই আপডেটেড মডেলে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ যোগ করা হয়েছে। ব্লুটুথের মাধ্যমে এতে থাকা ডিজিটাল কনসোলে আপনার ফোনের থেকে আসা বিভিন্ন নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে। সম্পূর্ণ এলইডি লাইট যুক্ত Ather 450X এর এই সংস্করণে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম উপলব্ধ রয়েছে। সাথে রয়েছে ২২ লিটারের আন্ডার সিট স্টোরেজ। দাম শুরু হচ্ছে ১.৩৭ লাখ টাকা থেকে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago