একলাফে ইলেকট্রিক স্কুটারের বিক্রি 353% বাড়ল, অবাক কান্ডে চক্ষু চড়কগাছ Ather এর

ভারতে বৈদ্যুতিক স্কুটারের বিক্রি ইদানিং পাহাড়প্রমাণ বৃদ্ধি পেয়েছে। ছোট বড় সকল সংস্থার বেচাকেনাতেই এসেছে জোয়ার। এবারে দেশের প্রথম সারির ইলেকট্রিক টু হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) নিজেদের ব্যবসা বৃদ্ধির কথা জানালো। তাদের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এ বছর মার্চে সংস্থাটি মোট ১১,৭৫৪ ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। তুলনাস্বরূপ, আগের বছর ওইসময়ে ২,৫৯১টি মডেল বিক্রির ফলে এবারের বেচাকেনায় ৩৫৩ শতাংশ উত্থান ঘটেছে। যা সত্যিই তাজ্জব করার মতোই।

Ather-এর ইলেকট্রিক স্কুটারের বিক্রি ৩৫৩ শতাংশ বাড়ল

এথার আরও জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে তারা সবমিলিয়ে ৮২,১৪৬ ইউনিট বেচেছে। তবে সংস্থাটি ২০২২-২৩ এর বিক্রির পরিসংখ্যান জানায়নি। প্রসঙ্গত, গত বছর মার্চে তারা ২৫,০০০ তম 450X ই-স্কুটারটি তৈরি করে বের করেছিল। বিক্রি বৃদ্ধি পেলেও প্রতিপক্ষ সংস্থা Ola Electric ও TVS-এর চাইতে এথার অনেকাংশেই পিছিয়ে রয়েছে।

বিক্রি বৃদ্ধির প্রসঙ্গে Ather-এর বক্তব্য

এই প্রসঙ্গে এথার এনার্জির প্রধান ব্যবসায়িক আধিকারিক রবনীত সিং ফোকেলা বলেন, “২০২২-২৩ ইভি শিল্পের জন্য ছিল একটি তাৎপর্যপূর্ণ বছর। যেখানে টু-হুইলারের বিক্রি নেতৃত্ব প্রদান করছে। এথারের ৮২,১৪৬ ইউনিট বিক্রি হয়েছে।” এদিকে গত মাসে চার্জিং পরিকাঠামোর বিষয়ে এথার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।

চেন্নাইয়ের ১০টি মাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেমে এবং সাবআর্বান স্টেশনে চার্জিং স্টেশন বসানোর উদ্দেশ্যে দক্ষিণ রেলওয়ের সাথে গাঁটছড়া বেঁধেছে এথার এনার্জি। আবার আইপিএলের গুজরাট টাইটান্স টিমের টাইটেল স্পনসর তারা। এছাড়া গত মাসেই তারা ৮টি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের কথা জানিয়েছে। বর্তমানে, এথারের ঝুলিতে আছে 450 Plus ও 450X ই-স্কুটার।