প্রতিবন্ধীদের কষ্ট লাঘবে দেশীয় সংস্থা আনল ইলেকট্রিক ট্রাই-সাইকেল, উপার্জনেরও নতুন দিগন্ত

বিশেষভাবে সক্ষম মানুষদের দৈনন্দিন জীবনের সংগ্রাম কিছুটা লাঘব করতে বাজারে দীর্ঘদিন ধরেই উপলব্ধ রয়েছে ট্রাই-সাইকেল। পায়ের বদলে হাতে প্যাডেল করে এতে দিব্যি এগিয়ে চলা যায়।…

বিশেষভাবে সক্ষম মানুষদের দৈনন্দিন জীবনের সংগ্রাম কিছুটা লাঘব করতে বাজারে দীর্ঘদিন ধরেই উপলব্ধ রয়েছে ট্রাই-সাইকেল। পায়ের বদলে হাতে প্যাডেল করে এতে দিব্যি এগিয়ে চলা যায়। কিন্তু একটানা অনেকক্ষণ পথ চলার পর স্বভাবতই শরীরকে গ্রাস করে ক্লান্তি। ফলত প্রতি পদে সমস্যার সম্মুখীন হতে হয় ওই সকল ব্যক্তিদের। তাদের চলার পথ কিছুটা মসৃণ করতে এবার পদক্ষেপ নিল দেশীয় সংস্থা অটোএনএক্সটি অটোমেশন (AutoNxt Automation)। তারা বাজারে হাজির করল একটি তিন চাকার বৈদ্যুতিক সাইকেল।

এই তিন চাকার বাহনটি নাম রাখা হয়েছে আজাদী (AzaadE)। ১০০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির থেকে মতামত গ্রহণের পর সেটি তৈরি করেছে সংস্থা। এই প্রসঙ্গে অটোএনএক্সটি অটোমেশন জানিয়েছে, তাদের তৈরি এই স্মার্ট ইলেকট্রিক ট্রাইসাইকেলটি একদিকে যেমন ভরসাযোগ্য আবার উন্নত যন্ত্রাংশ দ্বারা নির্মিত হয়েছে এটি। এতে উপস্থিত একটি স্বচ্ছ এলইডি হেডল্যাম্প, হর্ন, জলরোধী চার্জার কানেক্টর, হাই টর্ক গিয়ার্ড মোটর, এবং বিশ্বাসযোগ্য হালকা ওজনের চার্জার।

ইলেকট্রিক ট্রাইসাইকেলটিতে উপস্থিত একটি বিএমএক্স স্টাইল হ্যান্ডেল, অতিরিক্ত আরামের জন্য ডুয়েল সাসপেনশন, ফ্রন্ট উইল ডিস্ক ব্রেক এবং ব্যাক হুইল ইলেকট্রিক ব্রেক, সুইচ কন্ট্রোলড রিভার্স গিয়ার। এটি তিনটি রংয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে – ব্ল্যাক, ব্লু এবং রেড। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। এতে উপলব্ধ লিথিয়াম ব্যাটারির জীবনকাল পাঁচ বছর।

রোজগারের সুবিধার জন্য আজাদী-তে দেওয়া হয়েছে ফোল্ডেবল টেবিল, আইসবক্স, এবং রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় রুফ। সংস্থার বক্তব্য বিশেষভাবে সক্ষম যে কোন ব্যক্তি চাইলে এই ট্রাই সাইকেলটি একটি মোবাইল স্টোর হিসেবে বদলে ফেলতে পারেন। দাম শুরু হচ্ছে ৩২,০০০ টাকা থেকে।

অটোএনএক্সটি অটোমেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও কৌস্তুভ ধোন্দে বলেন, “কোভিড অতিমারির প্রকোপের সময় আমাদের ট্র্যাক্টর উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থার থেকে যন্ত্রাংশের আমদানি যখন বন্ধ হয়ে গিয়েছিল, সেই মুহূর্তে এই ইলেকট্রিক ট্রাইসাইকেল উদ্ভাবনের কথা আমাদের মাথায় আসে। তখনই আমরা এর ডিজাইন করি এবং উৎপাদনে হাত লাগাই।” সংস্থাটি ইতিমধ্যেই কয়েকজন ব্যাক্তি, বিভিন্ন ডিলার, সরকারি প্রতিষ্ঠান এবং কিছু এনজিওকে এর ১০০০ ইউনিট বিক্রি করেছে।