Bajaj: পেট্রলের থেকে কম খরচ, সেপ্টেম্বরে সম্পূর্ণ ইথানলে চলা বাইক আনছে বাজাজ

পরিবেশ দূষণ কমাতে সরকারের তরফে নির্মাতাদের পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সংস্থা বিকল্প জ্বালানি হিসাবে সিএনজি ও ইথানলের উপর কাজ করছে। গত…

Bajaj Auto To Unveil Ethanol Bike In September 2024

পরিবেশ দূষণ কমাতে সরকারের তরফে নির্মাতাদের পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সংস্থা বিকল্প জ্বালানি হিসাবে সিএনজি ও ইথানলের উপর কাজ করছে। গত মাসে Bajaj বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছে। এবার তারা ইথানল পরিচালিত বাইক বাজারে নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে।

Bajaj Auto তাদের প্রথম ইথানল মোটরসাইকেল সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে উন্মোচন করতে পারে বলে জানা গিয়েছে। আর এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য এই অর্থবর্ষের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। জানিয়ে রাখি, এখন পেট্রলের সঙ্গে 20 শতাংশ ইথানল মেশানো তেল চালু গাড়িতে ব্যবহার করা যায়। এপ্রিল থেকে প্রতিটি পেট্রল গাড়িতে E20 ইঞ্জিন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাজাজ এমন বাইক আনছে, যা 100 শতাংশ ইথানলে চলবে।

বাজাজ’র আসন্ন ইথানল বাইক কেমন হবে, তা এখনও জানা যায়নি। Freedom 125-এর মতো সম্পূর্ণ নতুন মডেল নাকি বর্তমানে বিক্রিত কোনও বাইকে E100 ইঞ্জিন (একশো শতাংশ ইথানলে চলতে সক্ষম) যুক্ত করা হবে, সেটাও অজানা। আমাদের অনুমান, বাজাজ তাদের এগজিস্টিং কোনও বাইকের থানল ভার্সন আনবে। এতে তাদের খরচাও কমবে। নির্দিষ্টভাবে বললে, জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালু বেশি থাকার কারণে পালসার বাইকে ইথানল চালিত ইঞ্জিন যুক্ত করতে পারে।

উল্লেখ্য, TVS Apache RTR 200 4V E100 দেশের প্রথম একশো শতাংশ ইথানলে চলা বাইক। যদিও এটি এখন বিক্রি হয় না। ইথানল শুধু পরিবেশের জন্য ভাল এমনটা নয়, পাশাপাশি এটি গাড়ির পক্ষেও সুবিধাজনক। সাধারণ পেট্রলের তুলনায় অক্টেন রেটিং বেশি। আরও এফিশিয়েন্ট পদ্ধতিতে দহন হয় বলে কালো ধোঁয়া কম নির্গত হয়। ইঞ্জিনকেও ঠান্ডা রাখে। তবে সময়ের সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার কারণে ইথানল প্লাস্টিক ও রাবারের ইঞ্জিন পার্ট নষ্ট করে দিতে পারে।