Bajaj Chetak 2901 Electric Scooter Launched in India at rs 95998 Check Range Speed Features

Bajaj Chetak 2901: বাজাজের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল, মাইলেজ 123 কিমি

এপ্রিল থেকে বৈদ্যুতিক যানবাহনের উপর কেন্দ্রের ফেম-টু (FAME II) বন্ধ হওয়ার পর থেকে সিংহভাগ ক্রেতাদের সস্তা টু-হুইলার মডেলের প্রতি ঝুঁকতে দেখা যাচ্ছে। ফলস্বরূপ কোম্পানিগুলি পালা বেঁধে সাশ্রয়ী মূল্যের মডেল বাজারে এনে চলেছে। সেই পথ এবার অনুসরণ করল বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থাটি আজ লঞ্চ করেছে তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার। যার নাম Bajaj Chetak 2901। দাম ৯৫,৯৯৮ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। আগামী ১৫ জুন থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। ভারতে বর্তমানে সংস্থার ৫০০টি অথোরাইজ ডিলারশিপ থেকে মিলবে মডেলটি।

নিত্যদিন চলাফেরার জন্য Bajaj Chetak 2901 আনা হয়েছে। কোম্পানির দাবি এই ই-স্কুটারটি ফুল চার্জে ১২৩ কিলোমিটার পথ চলতে পারবে, এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৬৩ কিলোমিটার। এতে রয়েছে মেটাল বডি, যা খুব কম স্কুটারে দেখা যায়। দীর্ঘদিন অক্ষত থাকার জন্য যার জবাব নেই। এটি কেনা যাবে রেড, হোয়াইট, ব্ল্যাক, লাইম ইয়েলো, এবং অ্যাজিইওর ব্লু কালার অপশনে।

Bajaj Chetak 2901 – ফিচার্স

Bajaj Chetak 2901-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে কালার ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল এবং ব্লুটুথ কানেক্টিভিটি। আবার ক্রেতারা চাইলে ফিচারের সংখ্যা বাড়াতে পারবেন। কীভাবে? অতিরিক্ত অর্থের বিনিময়ে টেকপ্যাক (TecPac) নিয়ে নিলেই যুক্ত হবে একাধিক বৈশিষ্ট্য। যেমন হিল হোল্ড, রিভার্স, স্পোর্ট ও ইকোনোমি মোড, কল ও মিউজিক কন্ট্রোল, ফলো মি হোম লাইট এবং ব্লুটুথ অ্যাপ কানেক্টিভিটি।

উল্লেখ্য, Bajaj Chetak-এর প্রতিটি ভ্যারিয়েন্টে TecPac আপগ্রেড করা যাবে। ফলে অ্যাপ কানেক্টিভিটি, কল ম্যানেজমেন্ট, মিউজিক কন্ট্রোল, জিও ফেন্সিং ও বিভিন্ন রাইডিং মোডের সুবিধা মিলবে। বর্তমানে Bajaj Chetak Urban ও Bajaj Chetak Premium-এর সাথে 2901 মডেলটিও বিক্রি করবে সংস্থা।

Bajaj Chetak Urban ও Chetak Premium মডেলে রয়েছে যথাক্রমে ২.৯ কিলোওয়াট ও ৩.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। এদের রেঞ্জ ১১৩ কিলোমিটার ও ১২৬ কিলোমিটার। টপ স্পিড প্রতি ঘন্টায় ৭৩ কিলোমিটার। Urban ও Premium-এর দাম যথাক্রমে ১.২৩ লক্ষ ও ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে বাজাজ চেতক ভারতের চতুর্থ সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার।